<p>প্রেসিডেন্ট হেসেবে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক প্রত্যাবর্তন এখন বিশ্বব্যাপী প্রধান আলোচ্য বিষয়। ট্রাম্প হোয়াইট হাউজে দ্বিতীয়বারের মতো বসার পর কী কী পরিবর্তন পারে তা নিয়েও চলছে নানা আলোচনা। তবে ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট পদে বসার প্রথম দিন থেকেই অভিবাসীদের বিপাকে ফেলতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। </p> <p>প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান এই নেতা প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার বিষয়টি পাকাপাকিভাবে বন্ধ করে দেবেন। সদ্যঃসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ট্রাম্প। </p> <p>প্রতিশ্রুতি অনুযায়ী, তিনি দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়া বন্ধ হয়ে যাবে।<br /> ফলে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা অভিবাসী ভারতীয়দের সন্তানরাও আগামী দিনে জন্মসূত্রে আমেরিকার নাগরিক হওয়ার সুযোগ পাবে না। অভিবাসীদের প্রতি তীব্র বিরোধী হিসেবেই পরিচিত ট্রাম্প। তাই দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়েই অনুপ্রবেশ আর অভিবাসন রুখতে কড়া নীতি গ্রহণ করতে চলেছেন তিনি। রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনী ওয়েবসাইটে লেখা রয়েছে, দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই একটি নির্দেশিকায় সই করবেন ট্রাম্প।</p> <p>সেই নির্দেশিকায় বলা থাকবে, আমেরিকায় জন্মালেই কোনো শিশুকে আর নাগরিকত্ব দেওয়া হবে না। সন্তানের মা-বাবার মধ্যে যেকোনো একজনকে মার্কিন নাগরিক হতে হবে। অথবা থাকতে হবে গ্রিন কার্ড। তাহলেই তাঁদের সন্তানরা আগামী দিনে আমেরিকার নাগরিক হতে পারবে।</p> <p>নতুন এই নীতির ফলে বিপাকে পড়বেন আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা। ২০২২ সালের মার্কিন জনগণনা অনুযায়ী, আমেরিকায় ৪৮ লাখ ভারতীয় বসবাস করে। তার মধ্যে ১৬ লাখেরই জন্ম মার্কিন মুলুকে। ট্রাম্পের নয়া নীতি অনুযায়ী, তারা কেউই মার্কিন নাগরিকত্ব পাওয়ার যোগ্য নয়। </p> <p>সূত্র : সংবাদ প্রতিদিন, টাইমস অব ইন্ডিয়া</p>