<p>লেবাননের রাজধানী বৈরুতের উত্তরে আলমাত গ্রামে রবিবার ইসরায়েলের হামলায় ২০ জন নিহত হয়েছে, যার মধ্যে তিনটি শিশুও রয়েছে। লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।</p> <p>শিয়া সংখ্যাগরিষ্ঠ আলমাত গ্রামটি খ্রিস্টান অধ্যুষিত অঞ্চলে অবস্থিত। পাশাপাশি এটি দক্ষিণ বৈরুত এবং দক্ষিণ ও পূর্ব লেবাননের বাইরে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি, যেখানে ইসরায়েল ২৩ সেপ্টেম্বর থেকে প্রচণ্ড বোমাবর্ষণ করে আসছে। </p> <p>স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জবিল জেলার আলমাত গ্রামে ইসরায়েলি আক্রমণে ২০ জন নিহত এবং ছয়জন আহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন হিজবুল্লাহ সংশ্লিষ্ট উদ্ধারকর্মী।</p> <p>এর আগে লেবাননের সরকার জানায়, পূর্বাঞ্চলীয় প্রধান শহর বালবেকের আল-লাকিস এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলা হয়েছে। হামলার আগে কোনো আগাম সর্তকতা দেওয়া হয়নি। রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সিও (এনএনএ) সেখানে হামলার কথা জানিয়েছে। এনএনএ বলেছে, রাতভর ও রবিবার সকালে ইসরায়েল লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন গ্রাম ও স্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে। শনিবার পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় ২০ জন ও দক্ষিণে ১৩ জন নিহত হয় বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল।</p> <p>২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েল মূলত লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিগুলো লক্ষ্য করে আক্রমণ বাড়িয়েছে এবং তার এক সপ্তাহ পর স্থলবাহিনী পাঠায়। এই উত্তেজনার সূত্রপাত হয় প্রায় এক বছর ধরে হিজবুল্লাহর স্বল্প মাত্রার সীমান্ত আক্রমণের মাধ্যমে, যা মূলত ফিলিস্তিনি ইসলামি গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন হিসেবে শুরু হয়। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার ফলে গাজায় যুদ্ধের সূত্রপাত হয়েছিল।</p> <p>লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সীমান্ত আক্রমণের শুরু থেকে এ পর্যন্ত লেবাননে তিন হাজার ১৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যার বেশির ভাগই ২৩ সেপ্টেম্বরের পর থেকে।</p> <p>সূত্র : এএফপি</p>