যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারে ইউরোপের প্রথম ইউনিভার্সাল ব্র্যান্ডের থিম পার্ক ও রিসোর্ট নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে ‘ঐতিহাসিক’ দিন হিসেবে বর্ণনা করেছেন। স্কাই নিউজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুসারে, ২০৩১ সালে পার্কটি চালু হলে এটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি এটি হবে ইউরোপের প্রথম ইউনিভার্সাল ব্র্যান্ডের থিম পার্ক ও রিসোর্ট।
সরকার জানিয়েছে, এটি ব্রিটিশ অর্থনীতিতে প্রায় পাঁচ হাজার কোটি পাউন্ড যুক্ত করবে। এ ছাড়া এটি প্রায় ২৮ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে, যার মধ্যে নির্মাণ পর্বে ২০ হাজার ও চালু হওয়ার পর আতিথেয়তা ও সৃজনশীল খাতে আরো আট হাজার জনের কর্মসংস্থান হবে। পুরনো একটি ইটভাটার জায়গায় গড়ে ওঠা এই প্রকল্পে ৫০০ কক্ষবিশিষ্ট হোটেল এবং খুচরা পণ্যের দোকান ও বিনোদনকেন্দ্রও থাকবে।
বেডফোর্ডশায়ারে এদিন এক বক্তৃতায় প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘এ বিনিয়োগ ব্রিটিশ অর্থনীতিতে প্রবৃদ্ধি আনবে এবং স্থানীয় জনগণের জন্য হাজারো কর্মসংস্থান সৃষ্টি করবে।’
তিনি আরো বলেন, ‘এই কর্মসংস্থান যেন প্রয়োজনমাফিক মানুষের হাতে যায়, যা ব্রিটেনকে কাজের জায়গায় পরিণত করার পরিকল্পনার অংশ।’
তবে এই প্রকল্পে সরকার কত পরিমাণ অর্থ ব্যয় করেছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। চ্যান্সেলর র্যাচেল রিভস জানান, ‘আর্থিক বিষয়াদি গোপনীয়।
’
স্কাই নিউজের মার্কিন মূল কম্পানি কমকাস্টের মালিকানাধীন ইউনিভার্সাল জানিয়েছে, বেডফোর্ড শহরের দক্ষিণে ৪৭৬ একরজুড়ে গড়ে ওঠা এই পার্ক ২০৫৫ সালের মধ্যে যুক্তরাজ্যের অর্থনীতিতে পাঁচ হাজার কোটি পাউন্ড অবদান রাখবে এবং চালুর প্রথম বছরেই সাড়ে আট মিলিয়ন দর্শনার্থী আকর্ষণ করবে বলে তারা আশা করছে। তবে এই প্রকল্প এখনো হাউজিং, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
ইউনিভার্সাল স্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে আতিথেয়তা (হসপিটালিটি) খাতে শিক্ষার্থীদের প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে। ইউনিভার্সালের বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘উইকেড’, ‘মিনিয়ন্স’, ‘ওপেনহেইমার’, ‘ব্রিজেট জোনস’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ও ‘জুরাসিক ওয়ার্ল্ড’। এ ছাড়া বর্তমানে ইউনিভার্সালের পাঁচটি থিম পার্ক রয়েছে—ফ্লোরিডার অরল্যান্ডো, হলিউড, জাপান, বেইজিং ও সিঙ্গাপুরে।
স্কাই নিউজ ব্রেকফাস্টে উইলফ্রেড ফ্রস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি এই প্রকল্পকে ‘বৃহৎ চুক্তি’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ‘এই ঘোষণা এমন এক সময় এলো, যখন বৈশ্বিক অর্থবাজার এক অস্থির সময় পার করছে—এমনটা মানুষের জীবদ্দশায় খুব কমই দেখা গেছে।’
এ ছাড়া সরকার বলেছে, এই থিম পার্কের কর্মীদের প্রায় ৮০ শতাংশ স্থানীয়দের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে এবং এটি অক্সফোর্ড-ক্যামব্রিজ করিডরকে সমর্থন দেবে, যা জানুয়ারিতে চ্যান্সেলর পুনরুজ্জীবিত করেন। পাশাপাশি সরকার থিম পার্কটির আশপাশের অবকাঠামোয় ‘বৃহৎ বিনিয়োগের’ প্রতিশ্রুতিও দিয়েছে। যাতে এটি সহজে সংযুক্ত ও প্রবেশযোগ্য হয়।
ঘোষণাটি এসেছে এমন এক সময়, যখন সরকার সম্প্রতি নিকটবর্তী লুটন বিমানবন্দরের সম্প্রসারণে অনুমোদন দিয়েছে। কমকাস্ট করপোরেশনের প্রেসিডেন্ট মাইক ক্যাভানাহ বলেন, ‘যুক্তরাজ্যের কেন্দ্রে এই অবিশ্বাস্য ইউনিভার্সাল থিম পার্ক ও রিসোর্ট গড়ে তোলার পরিকল্পনায় আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এটি আমাদের যুক্তরাষ্ট্রভিত্তিক পার্ক ব্যবসাকে শক্তিশালী করে ইউরোপে আমাদের অবস্থান সম্প্রসারিত করবে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, চ্যান্সেলর র্যাচেল রিভস, বিনিয়োগমন্ত্রী পপি গুস্তাফসন, সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি ও তাদের টিমের নেতৃত্ব ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ—আমরা একসঙ্গে মিলে একটি অসাধারণ গন্তব্য তৈরি করতে যাচ্ছি।’