আগামী বুধবার ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে ও বাংলাদেশের সময় চারটেয় পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
গত নয় মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন(আইএসএস)-এ আটকা পড়েছিলেন সুনীতা উইলিয়ামসরা।
বর্তমানে ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান চারজন মহাকাশচারীকে নিয়ে আইএসএসে পৌঁছে গেছে। মার্কিন মহাকাশ কেন্দ্র নাসা জানিয়েছে, ফ্লোরিডা উপকূলে স্থানীয় সময় পাঁচটা ৫৭ মিনিটে তারা নামবেন।
ভারতীয় সময়ে সেটা হবে বুধবার ভোর সাড়ে তিনটা এবং বাংলাদেশের সময়ে ভোর চারটা।
সোমবার থেকেই অবতরণের প্রক্রিয়া শুরু হবে। তা নাসা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। প্রথমে মহাকাশযানে সুনীতারা প্রবেশ করার পর মহাকাশযানের দরজা বন্ধ হবে।
এরপর মহাকাশযানটি আইএসএস থেকে সরে আসবে। এই পুরো প্রক্রিয়া শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে। তারপর অবতরণপর্ব শুরু হবে।
আরো পড়ুন
যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প
কেন দেরি হলো?
গতবছর জুন মাসে সুনীতা ও বুচ আটদিনের জন্য মহাকাশে যান।
কিন্তু তাদের মহাকাশযান বোয়িং স্টারলাইনারে ত্রুটি দেখা দেয়। তারা আটকা পড়েন। নয় মাস ধরে তারা আইএসএসে ছিলেন। মহাকাশ থেকে তারা সাংবাদিক সম্মেলন পর্যন্ত করেছেন। কিন্তু তাদের পৃথিবীতে ফেরা বারবার পিছিয়ে গেছে।
তারপর স্পেস এক্সের মহাকাশযানে করে মহাকাশচারী অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ আইএসএস পৌঁছেছেন। সেখানকার দায়িত্ব বুঝিয়ে দিয়ে সুনীতা এবং বুচ ফিরছেন। নিক হেগ এবং আলেকজান্ডার গর্বুনভও তাদের সঙ্গে ফিরবেন।
ইলন মাস্কের পোস্ট
এক্স হ্যান্ডেলে ইলন মাস্ক একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, সুনীতা এবং বুচ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ককে ধন্যবাদ জানাচ্ছেন। ২৫ সেকেন্ডের ভিডিওতে সুনীতাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমাদের ফিরে আসার খুব বেশি দেরি নেই। তাই আমাদের বাদ দিয়ে কোনো পরিকল্পনা কর না।’
কত অর্থ পাবেন সুনীতা ও বুচ?
নয় মাসের জন্য সুনীতা ও বুচ ৯৩ হাজার ৮৫০ থেকে এক লক্ষ ২২ হাজার চার ডলার পাবেন। এ ছাড়া এক হাজার ১৪৮ ডলার ইনসিডেন্টাল পে পাবেন। সুনীতা ও বুচ দুজনেই আমেরিকার কেন্দ্রীয় কর্মীদের মধ্যে সর্বোচ্চ হারে বেতন পান।