কবে ফিরছেন আটকা পড়া মহাকাশচারীরা, কত অর্থ পাবেন সুনীতা-বুচ?

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
কবে ফিরছেন আটকা পড়া মহাকাশচারীরা, কত অর্থ পাবেন সুনীতা-বুচ?
ছবিসূত্র: এএফপি

আগামী বুধবার ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে ও বাংলাদেশের সময় চারটেয় পৃথিবীতে ফিরবেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
গত নয় মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন(আইএসএস)-এ আটকা পড়েছিলেন সুনীতা উইলিয়ামসরা। 

বর্তমানে ইলন মাস্কের স্পেসএক্সের মহাকাশযান চারজন মহাকাশচারীকে নিয়ে আইএসএসে পৌঁছে গেছে। মার্কিন মহাকাশ কেন্দ্র নাসা জানিয়েছে, ফ্লোরিডা উপকূলে স্থানীয় সময় পাঁচটা ৫৭ মিনিটে তারা নামবেন।

ভারতীয় সময়ে সেটা হবে বুধবার ভোর সাড়ে তিনটা এবং বাংলাদেশের সময়ে ভোর চারটা।

সোমবার থেকেই অবতরণের প্রক্রিয়া শুরু হবে। তা নাসা থেকে সরাসরি সম্প্রচার করা হবে। প্রথমে মহাকাশযানে সুনীতারা প্রবেশ করার পর মহাকাশযানের দরজা বন্ধ হবে।

এরপর মহাকাশযানটি আইএসএস থেকে সরে আসবে। এই পুরো প্রক্রিয়া শেষ হতে বেশ কিছুটা সময় লাগবে। তারপর অবতরণপর্ব শুরু হবে।

আরো পড়ুন
যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

 

কেন দেরি হলো?

গতবছর জুন মাসে সুনীতা ও বুচ আটদিনের জন্য মহাকাশে যান।

কিন্তু তাদের মহাকাশযান বোয়িং স্টারলাইনারে ত্রুটি দেখা দেয়। তারা আটকা পড়েন। নয় মাস ধরে তারা আইএসএসে ছিলেন। মহাকাশ থেকে তারা সাংবাদিক সম্মেলন পর্যন্ত করেছেন। কিন্তু তাদের পৃথিবীতে ফেরা বারবার পিছিয়ে গেছে।
 

তারপর স্পেস এক্সের মহাকাশযানে করে মহাকাশচারী অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ আইএসএস পৌঁছেছেন।  সেখানকার দায়িত্ব বুঝিয়ে দিয়ে সুনীতা এবং বুচ ফিরছেন। নিক হেগ এবং আলেকজান্ডার গর্বুনভও তাদের সঙ্গে ফিরবেন।

ইলন মাস্কের পোস্ট

এক্স হ্যান্ডেলে ইলন মাস্ক একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, সুনীতা এবং বুচ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ককে ধন্যবাদ জানাচ্ছেন। ২৫ সেকেন্ডের ভিডিওতে সুনীতাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমাদের ফিরে আসার খুব বেশি দেরি নেই। তাই আমাদের বাদ দিয়ে কোনো পরিকল্পনা কর না।’

কত অর্থ পাবেন সুনীতা ও বুচ?

নয় মাসের জন্য সুনীতা ও বুচ ৯৩ হাজার ৮৫০ থেকে এক লক্ষ ২২ হাজার চার ডলার পাবেন। এ ছাড়া এক হাজার ১৪৮ ডলার ইনসিডেন্টাল পে পাবেন। সুনীতা ও বুচ দুজনেই আমেরিকার কেন্দ্রীয় কর্মীদের মধ্যে সর্বোচ্চ হারে বেতন পান।
 

মন্তব্য

সম্পর্কিত খবর

উদ্বেগজনক অবস্থায় চাঁদাবাজি, নিয়ন্ত্রণে পেরুতে জুরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
উদ্বেগজনক অবস্থায় চাঁদাবাজি, নিয়ন্ত্রণে পেরুতে জুরুরি অবস্থা ঘোষণা
ছবিসূত্র : এএফপি

পেরুর রাজধানী লিমায় এক মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। স্থানীয় সময় সোমবার এই ঘোষণা দেওয়া হয়। চাঁদাবাজির সঙ্গে জড়িত হত্যাকাণ্ডের পর এ ঘোষণা দেওয়া হয়। লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

 

রোববার ৩৯ বছর বয়সী গায়ক পল ফ্লোরেসকে লিমার বাইরে একটি কনসার্ট থেকে বেরিয়ে আসার সময় হামলাকারীরা গুলি করে হত্যা করে। তাদের প্রতিনিধিরা জানিয়েছেন, সঙ্গীতশিল্পীদের একটি অপরাধী চক্র তাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করার হুমকি দিয়েছিল। এরপরেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরো পড়ুন
চীনে সন্তান জন্মদান উৎসাহে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা

চীনে সন্তান জন্মদান উৎসাহে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা

 

ফ্লোরেসের হত্যার পর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে ঘোষণা করেন, ’আমরা আর একটি মৃত্যুও হতে দেব না’।

তিনি আরো বলেন, তিনি খুনি এবং চাঁদাবাজদের মৃত্যুদণ্ড পুনর্বহাল করার বিষয়টি ’গুরুত্ব সহকারে বিবেচনা’ করছেন।

ল্যাটিন আমেরিকাজুড়ে চাঁদাবাজি একটি সমস্যা হলেও, পেরুতে এটি উদ্বেগজনক আকার ধারণ করেছে। সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে ৪৫০টিরও বেশি খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনাটির জন্য আংশিকভাবে দায়ী ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়ার মতো অপরাধী চক্র।

যারা বেশ কয়েকটি ল্যাটিন আমেরিকার দেশে কাজ করে। 

আরো পড়ুন
ইইউ-এর নতুন নিষেধাজ্ঞা, শান্তি বৈঠক থেকে সরে গেল এম-২৩ বিদ্রোহীরা

ইইউ-এর নতুন নিষেধাজ্ঞা, শান্তি বৈঠক থেকে সরে গেল এম-২৩ বিদ্রোহীরা

 

লিমা এবং এর বন্দর কালাওতে কার্যকর জরুরি অবস্থার অধীনে রয়েছে। সরকার নাগরিক স্বাধীনতা যেমন সমাবেশের অধিকার স্থগিত করতে পারে এবং বাড়ি তল্লাশি চালানো যেতে পারে।

সূত্র : এএফপি

মন্তব্য

ইইউ-এর নতুন নিষেধাজ্ঞা, শান্তি বৈঠক থেকে সরে গেল এম-২৩ বিদ্রোহীরা

ডয়চে ভেলে
ডয়চে ভেলে
শেয়ার
ইইউ-এর নতুন নিষেধাজ্ঞা, শান্তি বৈঠক থেকে সরে গেল এম-২৩ বিদ্রোহীরা
ছবিসূত্র : এএফপি

ডিআর কঙ্গোর সঙ্গে মঙ্গলবারই শান্তি বৈঠকে বসার কথা ছিল এম-২৩ বিদ্রোহীদের। কিন্তু ইইউ-র নতুন নিষেধাজ্ঞার জেরে তারা তা বাতিল করেছে। ডিআর কঙ্গোর সঙ্গে মঙ্গলবারই বৈঠকে বসার কথা ছিল এম-২৩ বিদ্রোহীদের। কিন্তু ইইউ-র নতুন নিষেধাজ্ঞার জেরে তারা তা বাতিল করেছে।

দীর্ঘদিন ধরে এই বৈঠকের আয়োজনের চেষ্টা হলেও এতদিন তা সম্ভব হয়নি। দুই পক্ষই এই আলোচনায় রাজি ছিল না। শেষপর্যন্ত তারা আলোচনার টেবিলে বসতে রাজি হয়েছিল। অভিযোগ, এম-২৩ বিদ্রোহীদের রুয়ান্ডা সাহায্য করে।

ডিআর কঙ্গোয় তারা অস্থির পরিবেশ তৈরি করে। দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতি চলছে।

সোমবার ইউরোপীয় ইউনিয়ন এম-২৩ এবং কিছু রুয়ান্ডার প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। তার পরেই এম-২৩ জানিয়ে দিয়েছে, তাদের পক্ষে এই বৈঠকে বসা আর সম্ভব নয়।

ইইউ-এর এই পদক্ষেপের জন্যই তারা বৈঠকে বসছে না বলে জানানো হয়েছে।

এদিকে রুয়ান্ডার প্রশাসন জানিয়েছে, তারা বেলজিয়ামের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে। কিগালির দাবি, বেলজিয়াম নতুন করে সাম্রাজ্যবাদী আচরণ করছে। উল্লেখ্য, একসময় রুয়ান্ডা বেলজিয়ামের উপনিবেশ ছিল।

কঙ্গোর অবস্থান

ডিআর কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি এতদিন এম-২৩ বিদ্রোহীদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি ছিলেন না।

গত সপ্তাহে তিনি জানান, এবার বৈঠকে বসতে তার আপত্তি নেই। অ্যাঙ্গোলা এই আলোচনায় মধ্যস্থতা করছিল। কঙ্গোর তরফে জানানো হয়েছে, এম-২৩ বিদ্রোহীরা না এলেও তাদের প্রতিনিধিরা অ্যাঙ্গোলা যাবেন।

গত বছরে কঙ্গোর বিরুদ্ধে লড়াই জোরদার করেছিল এম-২৩। রুয়ান্ডা অবশ্য দাবি করেছিল, তারা এম-২৩ বিদ্রোহীদের সাহায্য করে না। উল্লেখ্য, পূর্ব কঙ্গোতে নিজেদের জমি শক্ত করতে চায় এম-২৩। ওই অঞ্চল প্রাকৃতিক খনিজ পদার্থে ভর্তি। অন্তত ২০টি বিদ্রোহী গোষ্ঠী ওই অঞ্চল দখলে নিতে চায়।

প্রাসঙ্গিক
মন্তব্য

চীনে সন্তান জন্মদান উৎসাহে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
চীনে সন্তান জন্মদান উৎসাহে নেওয়া হচ্ছে নতুন পরিকল্পনা
ছবিসূত্র : এএফপি

চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়ার রাজধানী হোহোট এই মাসে শিশু যত্নে বেশ কিছু ভর্তুকি ঘোষণা করেছে। এ ছাড়া নতুন মায়েদের প্রতিদিন এক কাপ বিনামূল্যে দুধ দেওয়া হবে। বর্তমানে স্থানীয় প্রদেশগুলো দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাচ্ছে।

চীনজুড়ে গতকাল সোমবার ২০টিরও বেশি প্রাদেশিক পর্যায়ের প্রশাসন শিশু যত্নে ভর্তুকি দেওয়া শুরু করেছে।

সরকারি সিনহুয়া সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। তরুণ দম্পতিদের বিয়ে করাতে এবং সন্তান ধারণে উৎসাহিত করা নীতিনির্ধারকদের মূল লক্ষ্য এখন।

আরো পড়ুন
উসকানির অভিযোগে ফিলিস্তিনি সাংবাদিককে আটক করেছে ইসরায়েল

উসকানির অভিযোগে ফিলিস্তিনি সাংবাদিককে আটক করেছে ইসরায়েল

 

সবুজ তৃণভূমিতে ঘেরা উত্তরাঞ্চলের ব্যস্ত শহর হোহোট জানিয়েছে, দম্পতিরা তাদের প্রথম সন্তানের জন্য এককালীন ১০ হাজার ইউয়ান (১ হাজার৩৮২.৫১ ডলার) এবং দ্বিতীয় সন্তানের জন্য প্রতি বছর ১০ হাজার ইউয়ান পাবেন, যতক্ষণ না শিশুটি পাঁচ বছর বয়সে পৌঁছায়। তৃতীয় সন্তান ১০ বছর বয়স না হওয়া পর্যন্ত বার্ষিক ১০ হাজার ইউয়ান ভর্তুকি পাবে, যা স্থানীয় বাসিন্দাদের বার্ষিক আয়ের প্রায় দ্বিগুণ।

হোহোট মায়েদের জন্য এক কাপ দুধের ব্যবস্থারও ঘোষণা দিয়েছে। যার মধ্যে ১ মার্চের পরে সন্তান জন্মদানকারী যেকোনো মায়েদের জন্য প্রতিদিন এক কাপ দুধ বিনামূল্যে পাওয়া যাবে।

২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, বিবাহের হার এক-পঞ্চমাংশ কমেছে।

দেশটি অভূতপূর্ব জনসংখ্যা মন্দার মুখোমুখি হচ্ছে। এর প্রধান কারণ ১৯৮০ থেকে ২০১৫ সালের মধ্যে চীনে আরোপিত এক সন্তান নীতি, দ্রুত নগরায়ন এবং পরিবার লালন-পালনের উচ্চ ব্যয়। ২০২১ সাল থেকে দম্পতিদের সর্বোচ্চ তিনটি সন্তান ধারণের অনুমতি দেওয়া হয়েছে।

আরো পড়ুন
গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ছাড়াল ২০০

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ছাড়াল ২০০

 

এই মাসের শুরুতে চীনের সংসদের বার্ষিক সভায় প্রধানমন্ত্রী লি ছিয়াং জন্মহার বাড়ানোর জন্য শিশু যত্নে ভর্তুকি এবং বিনামূল্যে প্রাক-বিদ্যালয় শিক্ষার ঘোষণা দিয়েছেন। রবিবার প্রকাশিত গৃহস্থালির খরচ বৃদ্ধির জন্য একটি কর্মপরিকল্পনায় বলা হয়েছে, কর্তৃপক্ষের শিশু যত্নের জন্য ভর্তুকি দেওয়া উচিত।

সূত্র : রয়টার্স


 

মন্তব্য

ভারতের হিন্দু-মুসলিম সহিংসতার শুরু যেভাবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভারতের হিন্দু-মুসলিম সহিংসতার শুরু যেভাবে
সংগৃহীত ছবি

ভারতের মহারাষ্ট্রে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিকে ঘিরে ব্যাপক সহিংসতার পর নাগপুরের বেশ কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, সোমবার দুপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে দেওয়ার দাবিতে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল নাগপুরের মহাল এলাকায় একটি বিক্ষোভ জমায়েত করে। ওই বিক্ষোভে আওরঙ্গজেবের একটি ছবি পুড়িয়ে দেওয়া হয়।

সংবাদ সংস্থা পিটিআই পুলিশ সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ওই বিক্ষোভ চলাকালে কোরআন পুড়িয়ে দেওয়া হয়েছে বলে গুজব ছড়ায়, যাতে মুসলমান সমাজের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়ায়।

পরে এই এই সংক্রান্ত একটি অভিযোগও পুলিশের কাছে দায়ের করা হয়।

নাগপুর পুলিশের ডেপুটি কমিশনার অর্চিত চন্দক সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে একটি গুজবের ফলেই সোমবারের ঘটনার সূত্রপাত। তিনি বলেন, কিছু ভুল তথ্যের ফলেই এই ঘটনা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সবার কাছেই আবেদন যে ঘর থেকে বের হবেন না, পাথর ছুঁড়বেন না। গুজবে বিশ্বাস করবেন না।

এদিকে এই ঘটনায় সোমবার সন্ধ্যায় প্রাথমিকভাবে ছয় জন বেসামরিক নাগরিক ও তিনজন পুলিশ অফিসার আহত হন। এরপরে কোতোয়ালি আর গণেশপেঠ এলাকাতেও সংঘর্ষ ছড়ায়।

হাজার খানেক মানুষ ব্যাপকভাবে পাথর ছোঁড়া, ভাঙচুর চালায়। দোকানপাট আর গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার প্রায় ভোররাত পর্যন্ত পুলিশ নানা এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে ২০ জনকে আটক করেছিল।

বেলা দশটা নাগাদ মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্র মন্ত্রী যোগেশ কদম সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, সহিংসতার কারণ এখনও খুঁজে বার করা যায়নি। এখনও পর্যন্ত ৪৭ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে বলে পুলিশ জানিয়েছে। যদিও কারফিউ জারি আছে সেখানে।

যে অঞ্চলে সংঘর্ষ ছড়িয়েছিল, সেই মহাল অঞ্চল ছাড়া শহরের অন্যান্য এলাকায় জনজীবন স্বাভাবিকই আছে বলে স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন। তবে পুলিশ নাগরিকদের প্রতি আবেদন জানিয়েছে যাতে প্রয়োজন ছাড়া কেউ বাইরে না বের হন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ