<p>সাংবাদিকদের নিয়ে পাকিস্তানের খাইবারপাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুরের করা মন্তব্যকে সমর্থন জানিয়েছেন দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। আলী আমিনের করা এই মন্তব্যের জন্য যাঁরা তাঁকে ক্ষমা চাইতে বলেছেন, তাঁদের ‘কাপুরুষ’ বলেও আখ্যা দিয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা।</p> <p>গতকাল বুধবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান এই কথা বলেন। বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় এক বছর ধরে সেখানে তিনি বন্দি আছেন।</p> <p>এর আগে গত রবিবার দেশটির রাজধানী ইসলামাবাদের কাছে তারনল শহরে এক জনসভায় সাংবাদিকদের নিয়ে পিটিআই নেতা আলী আমিন গন্ডাপুর আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে।</p> <p>তাঁর এই মন্তব্যের পর সব মহল থেকে ব্যাপক নিন্দা জানানো হয়। এমনকি পিটিআইয়ের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খানকেও নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। পরে এই মন্তব্যের জেরে নোটিশ পাঠিয়ে খাইবারপাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছে পাকিস্তানের প্রেস কাউন্সিল (পিসিপি)।</p> <p>সংস্থাটির চেয়ারম্যান এরশাদ জাদোন একটি বিবৃতিতে বলেন, ‘মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর সাংবাদিক গোষ্ঠী, বিশেষ করে নারী সাংবাদিকদের নিয়ে দায়িত্বজ্ঞানহীন, অপেশাদার ও আপত্তিকর মন্তব্য করেছেন। এই মন্তব্য করায় তাঁকে আগামী ১৫ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।’</p> <p>এদিকে সাংবাদিকদের নিয়ে আলী আমিনের করা মন্তব্যকে জনতার অনুভূতির প্রতিফলন বলে মন্তব্য করেছেন ইমরান খান। পিটিআই প্রতিষ্ঠাতা বলেন, ‘যেকোনো মূল্যে আগামী ২১ সেপ্টেম্বর লাহোরে পিটিআইয়ের সমাবেশ অনুষ্ঠিত হবে।’</p> <p> </p> <p><strong>জাতীয় পরিষদের পাঁচ নিরাপত্তা কর্মী বরখাস্ত</strong></p> <p>অন্যদিকে গত মঙ্গলবার ইসলামাবাদে সংসদ ভবন এলাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পিটিআইয়ের কয়েকজন আইনপ্রণেতা ও নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। পুলিশের একজন মুখপাত্র বলেছেন, তাঁরা পিটিআইয়ের চারজন নেতাকে গ্রেপ্তার করেছেন। এদিকে পিটিআইয়ের আইন প্রণেতাদের গ্রেপ্তারের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে গতকাল পাকিস্তানের জাতীয় পরিষদের পাঁচ নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেন স্পিকার আয়াজ সাদিক। সূত্র : ডন, জিও নিউজ, আলজাজিরা</p> <p> </p>