<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনাচৌকিতে গত শুক্রবার রাতে জঙ্গি হামলায় ১৬ জন সেনা নিহত এবং আরো পাঁচজন গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, ৩০ জনেরও বেশি জঙ্গি খাইবারপাখতুনখোয়া প্রদেশের মাকেন এলাকায় একটি সেনা তল্লাশি চৌকিতে এই হামলা চালায়। জঙ্গিদের আক্রমণে ১৬ সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে এই হামলা চলে। জঙ্গিরা ওয়্যারলেস যোগাযোগ সিস্টেমে আগুন ধরিয়ে দেয়। অন্যান্য নথিপত্রও জ্বালিয়ে দেয়। পাকিস্তানি তালেবান ওই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, সংগঠনের জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যা করা হয়েছে এর আগে। তার প্রতিশোধ নেওয়া হলো এবার। জঙ্গিরা সেনাদের বেশ কিছু অস্ত্র নিয়ে গেছে। তার মধ্যে মেশিনগান, নাইট ভিশন প্রযুক্তিও রয়েছে। এর আগে ২০২৩ সালের মে মাসে পাকিস্তানি সেনার ওপর জঙ্গি হামলা করা হয়েছিল। ওই ঘটনায় জড়িত ২৫ জনকে দুই থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র : আনাদলু এজেন্সি</span></span></span></span></p> <p> </p>