<p>গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের চালানো হামলায় আরো ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৩৯ জন। গতকাল বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।</p> <p>এদিকে খাদ্যসংকট পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা দুর্ভিক্ষ প্রারম্ভিক সতর্কতা সিস্টেম নেটওয়ার্ক (এফইডব্লিউএস নেট) বলেছে, খাদ্য সরবরাহের ওপর ইসরায়েলের অবরোধের কারণে উত্তর গাজায় দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। সেখানে অনাহারে মৃতের সংখ্যা আগামী মাসের মধ্যেই দুর্ভিক্ষে মৃতের সংখ্যার মাত্রা ছাড়িয়ে যেতে পারে।</p> <p>অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তির পথে হামাস বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতি বলা হয়েছে—হামাস আবারও মিথ্যা বলছে। এরই মধ্যে যে সমঝোতা হয়েছে তা থেকে সরে এসেছে এবং আলোচনায় নতুন বাধা সৃষ্টি করছে তারা। অন্যদিকে হামাস অভিযোগ করেছে—নতুন শর্ত আরোপ করে যুদ্ধবিরতি চুক্তি বিলম্বিত করছে ইসরায়েল।</p> <p>২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৪৫ হাজার ৩৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো এক লাখ সাত হাজার ৮০৩ জন। ওই দিন ইসরায়েলে হামাসের হামলায় অন্তত এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছে। বন্দি হয়েছে ২০০ জনেরও বেশি ইসরায়েলি।</p> <p>সূত্র : আলজাজিরা</p> <p> </p> <p> </p>