<p>ফিলিস্তিনের গাজায় প্রচণ্ড ঠাণ্ডার কারণে শিশুমৃত্যু <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বাড়ছে।</span> হাসপাতাল সূত্রের <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বরাতে</span> গতকাল <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সোমবার</span> জানা গেছে, আল-আকসা শহীদ হাসপাতালে এক মাস বয়সী শিশু আলী আল বাত্রান মারা গেছে। প্রচণ্ড ঠাণ্ডায় অসুস্থ হয়ে আলী হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিল। এর আগে গত রবিবার তার যমজ জুমা আল বাত্রানও ঠাণ্ডার কারণেই মারা গেছে।</p> <p>প্রায় ১৫ মাস ধরে ইসরায়েলের বোমাবর্ষণ থেকে বাঁচতে গাজার লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। যুদ্ধের মধ্যে বেঁচে থাকতে সংগ্রাম করছে তারা। তীব্র শীতল আবহাওয়া অসহায় এই ফিলিস্তিনিদের জীবন আরো কঠিন করে তুলেছে। প্রচণ্ড শীতে লোকজন জমে যাচ্ছে। ঠাণ্ডায়, বিশেষ করে সমুদ্রতীরের খুব কাছে আল মাওয়াসিতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। অনেক মা-বাবা ঠাণ্ডার কারণে শিশুদের মৃত্যু নিয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন। এদিকে গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা চলছেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৭ জন নিহত হয়েছে। <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সূত্র</span><span dir="RTL" lang="AR-YE" style="font-family:"Times New Roman",serif"> : </span><span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">আলজাজিরা</span></p> <p> </p>