<p>ফিলিস্তিনের গাজা উপত্যকায় হাসপাতাল লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলা চলছেই। গাজা সিটির আল ওয়াফা হাসপাতাল ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">অন্তত</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সাতজন</span> নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে গতকাল রবিবার গাজার সিভিল ডিফেন্স জানায়। এদিকে মধ্য গাজায় গতকাল স্থানীয় সময় সকালে ঠাণ্ডার কারণে এক শিশু <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">মারা</span> গেছে। এ নিয়ে উপত্যকাটিতে প্রচণ্ড ঠাণ্ডার কারণে পঞ্চম শিশুর মৃত্যু হলো।</p> <p>এদিকে উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ড. হুসাম আবু সাফিয়াকে অবিলম্বে ছেড়ে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ত্রাণ সংগঠনগুলো। গত শুক্রবার হাসপাতালটিতে হামলা চালানোর সময় ড. হুসামকে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। ইসরায়েলি বাহিনীর আক্রমণের মুখে উত্তর গাজার এই শেষ সচল হাসপাতালটিও <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বন্ধ</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">হয়ে</span> গেছে। গাজার <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">স্বাস্থ্য</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">মন্ত্রণালয়</span> গতকাল স্থানীয় সময় দুপুরে জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্ততপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ নিয়ে প্রায় ১৫ মাস ধরে ফিলিস্তিনি উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর আক্রমণে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৫১৪ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা হয়েছে এক লাখ আট হাজার ১৮৯ জন।</p> <p>গাজায় প্রচণ্ড ঠাণ্ডার কারণে গতকাল স্থানীয় সময় সকালে ৩০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ইসরায়েলের হামলার মুখে আট মাস আগে শিশুটির পরিবার বেইত লাহিয়া থেকে মধ্য গাজায় আশ্রয় নেয়। তাদের কোনো তাঁবু নেই। শিশুটির যমজ ভাইটির অবস্থাও আশঙ্কাজনক। তাকে হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। এ নিয়ে ঠাণ্ডার কারণে গাজায় পঞ্চম নবজাতকের মৃত্যু হলো।</p> <p><strong>কাতারের প্রধানমন্ত্রীর <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">সঙ্গে</span> হামাসের বৈঠক</strong></p> <p>গাজায় যুদ্ধবিরতি চুক্তি সুস্পষ্ট <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ও</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">বিশদ</span> আলোচনা করতে কাতারের প্রধানমন্ত্রী <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">শেখ</span> মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি গত শনিবার রাজধানী দোহায় ফিলিস্তিনের <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">স্বাধীনতাকামী</span> সংগঠন হামাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। কাতারের পররাষ্ট্র <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">মন্ত্রণালয়</span> এক বিবৃতিতে একথা জানায়। বৈঠকে হামাসের নেতৃত্ব দেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বৈঠকে গাজায় যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ অঞ্চলে চলমান যুদ্ধের সমাপ্তি <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">টানতে</span> একটি <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">স্পষ্ট</span> <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">ও</span> সমন্বিত চুক্তি <span dir="ltr" lang="BN" style="font-family:SolaimanLipi">নিশ্চিত</span> করতে এই প্রক্রিয়াকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, সে উপায় নিয়ে আলোচনা হয়েছে। সূত্র : এএফপি, আলজাজিরা</p>