<p style="text-align:justify">ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) ৭১ জনের নিহতের খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।</p> <p style="text-align:justify">গাজার সরকারি অফিসের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার ৩৪ বার বিমান হামলা চালিয়েছে। এতে গাজা উপত্যকার বেসামরিক নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ পর্যন্ত ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।</p> <p style="text-align:justify">এর মধ্যে বাস্তুচ্যুত মানুষদের একটি আশ্রয়শিবিরেও হামলা হয়েছে। আল মাওয়াসি জেলার ওই আশ্রয়শিবিরে নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। গাজায় ইসরায়েলের সঙ্গে হামাসের ১৫ মাস ধরে চলা যুদ্ধে এই শিবিরটি ছিল বেসামরিক লোকজনের আশ্রয়স্থল।</p> <p style="text-align:justify">বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে গাজা পুলিশের মহাপরিচালক মাহমুদ সালাহ ও তার সহকারী হুসাম শাহওয়ান রয়েছেন বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।</p> <p style="text-align:justify">এক বিবৃতিতে গাজার সরকারি দপ্তর বলেছে, ‘ইসরায়েলি বিমান হামলা বেসামরিক নাগরিকদের এবং অবকাঠামোকে লক্ষ্য করে করা হয়েছে। যা ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে।’</p>