<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। নগরীর শিববাড়ীর মোড়ে জিয়া হলের সামনে গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, জিয়া হলের সামনে একদল দুষ্কৃতকারী হঠাৎ তাঁদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় তাঁদের উদ্ধার করতে নারী শিক্ষার্থীরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়। হামলায় নাজমুল ইসলাম ইমরান, শাহরিয়ার ইসলাম খালিদ, সাম্মী, সাদিয়া, পিয়া, রুমি এবং তিনি নিজেসহ আটজন আহত হয়েছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> আহতদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সিটি কলেজের শিক্ষার্থী সাদিয়া ও পাইওনিয়ার মহিলা কলেজের শিক্ষার্থী পিয়াকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। হামলার কারণ সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন বাপ্পি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ছাত্রদের মধ্যে হাতাহাতি হয়েছে বলে তিনি শুনেছেন। পরে তিনি পুলিশের একটি দল নিয়ে সেখানে গেলেও কাউকে পাননি। অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় শিববাড়ী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শিববাড়ী থেকে ডাকবাংলার দিকে চলে যায়।</span></span></span></span></span></p>