মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। তবে সমস্যা হলো, বিশ্বের সর্বোচ্চ শুল্ক আদায়কারী দেশগুলোর মধ্যে একটি ভারত, যা যুক্তরাষ্ট্রের জন্য একটি সমস্যা।’ গত বৃহস্পতিবার ব্রেইবার্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি, তারা সম্ভবত এই শুল্ক উল্লেখযোগ্য হারে কমাবে।
তবে আগামী ২ এপ্রিল থেকে আমরা তাদের ওপর সেই একই শুল্ক আরোপ করব, যা তারা আমাদের পণ্য থেকে আদায় করে থাকে।’ ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে। বিশেষ করে ভারত যদি শুল্ক কমানোর দিকে না যায়, তাহলে দুই দেশের মধ্যে বাণিজ্য সংঘাত আরো প্রকট আকার ধারণ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ ইকোনমিক করিডরকে ট্রাম্প ‘একটি চমৎকার গ্রুপ’ হিসেবে বর্ণনা করেছেন, যারা একসঙ্গে কাজ করে বাণিজ্যে মার্কিন স্বার্থ ক্ষুণ্ন করতে চায় এমন দেশগুলোর বিরুদ্ধে।
সূত্র : এনডিটিভি