গাজায় প্রাণহানি ৫০ হাজার ছাড়াল

  • নেতানিয়াহুই ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু : তেল আবিবে এক বিক্ষোভকারী
  • হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ সদস্য সালাহ আল বারদায়েল নিহত
কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গাজায় প্রাণহানি ৫০ হাজার ছাড়াল
জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে গতকাল অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারার বিরুদ্ধে বিক্ষোভ করে সরকারবিরোধীরা। ইসরায়েলে কয়েক দিন ধরেই নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। ছবি : এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল রবিবার স্থানীয় সময় ভোরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণে অন্তত ৩৫ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে প্রায় ১৮ মাস ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর বেপরোয়া হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।

গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়। গাজা থেকে আলজাজিরার সংবাদদাতা বলেন, যাদের একদিন জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন ছিল, উচ্চাকাঙ্ক্ষা ছিল, তারা এখন আর নেই।

গাজার ৫০ হাজার নিহতের মধ্যে ১৭ হাজারই শিশু। একটা প্রজন্মই মুছে গেছে। ওই সংবাদদাতা আরো বলেন, বিভিন্ন স্বাস্থ্যসেবাকেন্দ্রে নিবন্ধকৃত তথ্যের ভিত্তিতে নিহতের সংখ্যা ৫০ হাজার বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আরো অগণিত মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়েছে।
তাদের কোনো হদিস মেলেনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর পর্যন্ত ৫০ হাজার ২১ জন ফিলিস্তিনি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা গেছে। আহত হয়েছে এক লাখ ১৩ হাজার ২৭৪ জন। তবে গাজার মিডিয়া অফিস তাদের হালনাগাদ তথ্যে বলেছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি।

তারা বলেছে, ধ্বংসস্তূপে চাপা পড়া ফিলিস্তিনিদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

প্রায় দুই মাস যুদ্ধবিরতির মধ্যে গাজার প্রাণহানি কমেছিল। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছিল। গত ১ মার্চ যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হয়। এর পর থেকে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে অসম্মতি জানায় ইসরায়েল সরকার।

রোজা শুরুর পরই গাজায় ত্রাণসহ সব ধরনের পণ্য প্রবেশ আটকে দেয় ইসরায়েল। ইসরায়েলের এমন পদক্ষেপে গাজাবাসী আবারও নতুন করে হামলা শুরুর আশঙ্কায় করে। এই পরিস্থিতিতে গত মঙ্গলবার থেকে গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আর ফিলিস্তিনি ভূমিটি আবারও রক্তের বন্যায় ভাসছে।

 

নামাজরত অবস্থায় সস্ত্রীক হামাস কর্মকর্তা নিহত

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ সদস্য সালাহ আল বারদায়েল নিহত হয়েছেন। হামাস জানায়, গতকাল ফজরের নামাজ আদায়ের সময় ইসরায়েলের বোমাবর্ষণে সস্ত্রীক নিহত হন বারদায়েল। হামলার সময় গাজার খান ইউনিসের একটি তাঁবুতে ছিলেন তাঁরা।

হামাস নেতাদের মিডিয়া উপদেষ্টা তাহের আল-নূর ফেসবুকে দেওয়া এক পোস্টে বারদায়েলের প্রতি শোক প্রকাশ করেছেন। তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামাস বলেছে, বারদায়েল ও তাঁর স্ত্রীর রক্ত আর শহীদরা মুক্তি স্বাধীনতার যুদ্ধে শক্তি জোগাবেন। সন্ত্রাসী শত্রুরা যোদ্ধাদের মনোবল ভাঙতে পারবে না।

 

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ চলছে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলিদের বিক্ষোভ চলছেই। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্ত এবং গাজায় আবার হামলা শুরুর প্রতিবাদে গত শনিবার তেল আবিব শহরে বিক্ষোভ করেন হাজারো মানুষ। তাঁরা হামলা বন্ধ করে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের ফেরত আনার দাবি জানান। বিক্ষোভে অংশগ্রহণকারী ৬৩ বছর বয়সী এক ইসরায়েলি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুই ইসরায়েলের সবচেয়ে বিপজ্জনক শত্রু। তিনি ২০ বছর ধরে দেশ ও জনগণের তোয়াক্কা করেননি।

এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে গোয়েন্দা তথ্য দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে নেতানিয়াহু সরকার গোয়েন্দাপ্রধান রোনেনকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। তাঁর সরকারের মন্ত্রিসভা তাতে অনুমোদনও দিয়ে ফেলেছে। তবে ইসরায়েলের সুপ্রিম কোর্ট রোনেন বারকে বরখাস্তে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন। শিন বেতের প্রধান রোনেন বারের বরখাস্তের সিদ্ধান্তেও প্রতিবাদ করছেন ইসরায়েলিরা। তাঁদের অভিযোগ, নেতানিয়াহুর এমন সিদ্ধান্ত রাজনৈতিক। নিজের হাতে সব ক্ষমতা কুক্ষিগত করতেই তিনি ইসরায়েলের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা শুরু করেছেন। সূত্র : আলজাজিরা

মন্তব্য

সম্পর্কিত খবর

কর্ণাটকে মুসলিম কোটা নিয়ে রাজ্যসভায় হট্টগোল

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
কর্ণাটকে মুসলিম কোটা নিয়ে রাজ্যসভায় হট্টগোল

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের কংগ্রেস সরকার সম্প্রতি সরকারি ঠিকাদারিতে ৪ শতাংশ মুসলিম কোটা সংরক্ষণ চালু করেছে। এ নিয়ে গতকাল সোমবার রাজ্যসভায় তুমুল বিতর্কে জড়ালেন দেশটির প্রধান দুই দলের সভাপতি বিজেপির জেপি নাড্ডা এবং কংগ্রেসের মল্লিকার্জুন খড়গে।

জেপি নাড্ডার অভিযোগ, কর্ণাটকের কংগ্রেস সরকার সম্প্রতি সরকারি ঠিকাদারিতে ৪ শতাংশ মুসলিম কোটা সংরক্ষণের যে নীতি চালু করেছে তা অসাংবিধানিক। রাজ্যসভায় তিনি বলেন, ‘বাবাসাহেব আম্বেদকরের চেতনায় আঘাত হানছে কংগ্রেস।

আম্বেদকর ভারতীয় সংবিধানে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কোনো অবস্থাতেই দেশে ধর্মের ভিত্তিতে কোটা সংরক্ষণ চালু হবে না।’  সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

মন্তব্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় প্রস্তুত ইরান

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত বলে গতকাল সোমবার ইরান জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তির জন্য আলোচনার প্রস্তাব দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা জানান।  সরাসরি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে আরাগচি বলেন, ‘ইসলামিক প্রজাতন্ত্রের (ইরান) প্রতি অন্য পক্ষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন না আসা পর্যন্ত পরোক্ষ আলোচনার পথ উন্মুক্ত।’

সম্প্রতি নতুন পরমাণু চুক্তিতে সম্মত হতে ইরানকে দুই মাসের সময়সীমা বেঁধে দেন ট্রাম্প।

রাজি না হলে তেহরানে হামলারও হুমকি দেন তিনি। যার তীব্র সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।  যুক্তরাষ্ট্রকেবাড়াবাড়িনা করার আহ্বানও জানান তিনি। গত রবিবার এক সাক্ষাৎকারে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, মার্কিন প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন।
সূত্র : এএফপি

 

মন্তব্য

ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি

ভারত-পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত রবিবার বিকেল থেকে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় পাকিস্তান সীমান্তবর্তী জঙ্গলে নিরাপত্তাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এলাকায় তল্লাশি অভিযান শুরু হলে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে বিচ্ছিন্নতাবাদীরা। এখনো ওই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি।

সেনা সদস্যদের কাছে গোপন সূত্রে আগে থেকেই খবর ছিল, জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী জেলা কাঠুয়ায় হীরানগরের জঙ্গলে লুকিয়ে রয়েছে তিন বিচ্ছিন্নতাবাদী। এই তথ্যের ভিত্তিতে রবিবার বিকেল থেকে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ, সিআরপিএফ ও ভারতীয় সেনার যৌথ দল। সূত্রের খবর, যৌথ বাহিনী তল্লাশি শুরু করতেই বিচ্ছিন্নতাবাদীরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। শুরু হয়ে যায় দুই পক্ষে গুলির লড়াই।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

মন্তব্য

গাজায় হামাসের জ্যেষ্ঠ নেতাসহ ৬১ ফিলিস্তিনি নিহত

কালের কণ্ঠ ডেস্ক
কালের কণ্ঠ ডেস্ক
শেয়ার
গাজায় হামাসের জ্যেষ্ঠ নেতাসহ ৬১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের এক রাজনৈতিক নেতাসহ ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গতকাল সোমবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের বর্বর হামলায় এসব ফিলিস্তিনির মৃত্যু হয়।

ইসরায়েল বলছে, রবিবারের হামলাটি হামাসের এক গুরুত্বপূর্ণ সামরিক নেতাকে লক্ষ্য করে চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খান ইউনিসের আল নাসের হাসপাতালের সার্জারি বিভাগে আঘাত হানা হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, হাসপাতালটির ক্ষয়ক্ষতি কমাতে বিস্তৃত গোয়েন্দা তথ্য সংগ্রহের পর সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম অস্ত্র ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। হামাস জানিয়েছে, এই হামলায় তাদের রাজনৈতিক দপ্তরের সদস্য ইসমাইল বারহুম নিহত হয়েছেন। তিনি হামাসের অর্থবিষয়ক প্রধান।

বারহুমই তাদের হামলার লক্ষ্য ছিল বলে নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

হামাসের আল আকসা টিভি জানিয়েছে, ইসরায়েলের আগের এক হামলায় আহত বারহুম হাসপাতালে ভর্তি ছিলেন।

এর আগে খান ইউনিসে ইসরায়েলের পৃথক হামলায় হামাসের আরেক রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে, তারা শনিবার গভীর রাতে বারদাউইলকে হত্যা করেছে।

বারদাউইল ও বারহুম উভয়েই হামাসের ১৯ সদস্যের সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘রাজনৈতিক দপ্তর’-এর সদস্য ছিলেন।

হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত এই পরিষদের ১১ জন সদস্য নিহত হয়েছেন।

প্রায় দুই মাস যুদ্ধবিরতি চলার পর গত মঙ্গলবার থেকে গাজায় আবার হামলা শুরু করেছে ইসরায়েল। এর মধ্যে ইসরায়েলের আক্রমণ আরো বিস্তৃত হয়েছে বলে গাজার বাসিন্দারা জানিয়েছেন।

গাজায় প্রায় ১৮ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে বলে রবিবার ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন।

গাজার খান ইউনিসের প্রধান চিকিৎসাকেন্দ্র নাসের হাসপাতালে গতকাল রবিবার সন্ধ্যায় ইসরায়েল বিমান হামলা চালায়।

হামাসের এক কর্মকর্তা বিবিসিকে এ কথা বলেছেন। হামাসের এই জ্যেষ্ঠ নেতার নাম ইসমাইল বারহুম।

হামাসের একই কর্মকর্তা বলেছেন, চার দিন আগে ইসরায়েলের বিমান হামলায় ইসমাইল আহত হয়ে খান ইউনিসের হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছিলেন। সূত্র : বিবিসি

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ