ঢাকা, শুক্রবার ২৮ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৭ রমজান ১৪৪৬

ঢাকা, শুক্রবার ২৮ মার্চ ২০২৫
১৪ চৈত্র ১৪৩১, ২৭ রমজান ১৪৪৬

ডিএক্স ঈদ ফেস্ট শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডিএক্স ঈদ ফেস্ট শুরু

ডিএক্স গ্রুপ তাদের মেগা ঈদ ক্যাম্পেইন ডিএক্স ঈদ ফেস্ট ঘোষণা করেছে। ডিএক্স টেল, ডিএক্স নিউ এনার্জি শোরুম, ডিএক্সজি এবং ডিএক্স-এর গ্যাজেট কিনে পণ্য সারা দেশের গ্রাহকরা পাবেন এক্সক্লুসিভ উপহার। এর মধ্যে রয়েছে আইমা ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক, হুন্দাই এয়ারকন্ডিশনার, শাওমি টিভি এবং স্মার্ট ফোন, স্মার্টওয়াচ, টিডব্লিউএস ও মড়ফীম.পড়স-এর জন্য গিফট ভাউচার। এই ক্যাম্পেইন উদ্ভাবনের এক নতুন যুগের সূচনা করেছে, যেখানে গ্রাহকরা একটি ডিজিটাল স্পিনার ঘুরিয়ে তাঁদের উপহার পাবেন।

এই ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা eidfest.godxg.com-এ উপভোগ করা যাবে। সম্পূর্ণ কাগজবিহীন এই ক্যাম্পেইন বছরের সর্ববৃহৎ বিক্রয় মৌসুমে গ্রাহকদের সত্ঙ্গে টেকসই যোগাযোগের একটি নতুন দিগন্ত হয়ে থাকবে। ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও দেওয়ান কানন বলেন, প্রতিবছর ডিএক্স গ্রুপ সেরা পণ্য ও সেবার মাধ্যমে লাখ লাখ গ্রাহকের কাছে পৌঁছে থাকে। এ বছর আমরা গ্রাহকদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা প্রদান করতে চাই।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

‘কোটিপতি হোন’ অফার মিনিস্টারে

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
‘কোটিপতি হোন’ অফার মিনিস্টারে

দেশীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মিনিস্টারে চলছে কোটিপতি হোন অফার। এই অফারের আওতায় ক্রেতারা পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলে পাবেন বিভিন্ন ধরনের উপহার ও মূল্যছাড় সুবিধা। এ বিষয়ে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সোহেল কিবরিয়া বলেন, এই অফারে আমরা সর্বত্রই ব্যাপক সাড়া পাচ্ছি। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য লাখপতি ও একটির সঙ্গে একটি ফ্রি অফারের বিজয়ী পেয়েছি।

মিনিস্টার ব্র্যান্ডের যেকোনো পণ্য কিনলে গ্রাহকরা পাচ্ছেন গিফট বক্স। ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি পাওয়া যাচ্ছে ১৭ হাজার ৯০০ টাকায়। এর সঙ্গে থাকছে দুই হাজার টাকার ক্যাশ ভাউচার। এ ছাড়া নির্দিষ্ট মডেলের এলইডি টিভিতে রয়েছে ৫৩ শতাংশ মূল্যছাড়।
মিনিস্টার ফ্রিজে থাকছে ১৩ হাজার ২৬১ টাকা পর্যন্ত মূল্যছাড়। এসি কিনলে পাওয়া যাবে ১২ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় এবং ফ্রি ইনস্টলেশন সুবিধা।

 

 

মন্তব্য

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ইকবাল আহমেদ

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ইকবাল আহমেদ
ইকবাল আহমেদ

ইকবাল আহমেদ এনআরবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত রবিবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এনআরবি ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন ইকবাল আহমেদ। এ ছাড়া তিনি সীমার্ক গ্রুপ অব কম্পানিজ এবং আইবিসিও ফুড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।

সিলেটের বাসিন্দা ইকবাল আহমেদের সীমার্ক গ্রুপ আজ বিশ্বব্যাপী হিমায়িত সামুদ্রিক খাবার এবং বিভিন্ন খাদ্যপণ্য সরবরাহ করে। ১৯৭৬ সালে ইকবাল ব্রাদার্স অ্যান্ড কম্পানি (বর্তমানে আইবিসিও লিমিটেড) তৈরি করেন। কম্পানিটি হিমায়িত সামুদ্রিক খাবার এবং সব ধরনের হিমায়িত খাদ্যপণ্য আমদানি ও বিতরণ করে।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ