ডিএক্স গ্রুপ তাদের মেগা ঈদ ক্যাম্পেইন ‘ডিএক্স ঈদ ফেস্ট’ ঘোষণা করেছে। ডিএক্স টেল, ডিএক্স নিউ এনার্জি শোরুম, ডিএক্সজি এবং ডিএক্স-এর গ্যাজেট কিনে পণ্য সারা দেশের গ্রাহকরা পাবেন এক্সক্লুসিভ উপহার। এর মধ্যে রয়েছে আইমা ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক, হুন্দাই এয়ারকন্ডিশনার, শাওমি টিভি এবং স্মার্ট ফোন, স্মার্টওয়াচ, টিডব্লিউএস ও মড়ফীম.পড়স-এর জন্য গিফট ভাউচার। এই ক্যাম্পেইন উদ্ভাবনের এক নতুন যুগের সূচনা করেছে, যেখানে গ্রাহকরা একটি ডিজিটাল স্পিনার ঘুরিয়ে তাঁদের উপহার পাবেন।
ডিএক্স ঈদ ফেস্ট শুরু
নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

‘কোটিপতি হোন’ অফার মিনিস্টারে
বাণিজ্য ডেস্ক

দেশীয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মিনিস্টারে চলছে ‘কোটিপতি হোন’ অফার। এই অফারের আওতায় ক্রেতারা পণ্য কিনে স্ক্র্যাচ কার্ড ঘষলে পাবেন বিভিন্ন ধরনের উপহার ও মূল্যছাড় সুবিধা। এ বিষয়ে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন সোহেল কিবরিয়া বলেন, ‘এই অফারে আমরা সর্বত্রই ব্যাপক সাড়া পাচ্ছি। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য লাখপতি ও একটির সঙ্গে একটি ফ্রি অফারের বিজয়ী পেয়েছি।

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান হলেন ইকবাল আহমেদ
বাণিজ্য ডেস্ক

ইকবাল আহমেদ এনআরবি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত রবিবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এনআরবি ব্যাংক পিএলসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন ইকবাল আহমেদ। এ ছাড়া তিনি সীমার্ক গ্রুপ অব কম্পানিজ এবং আইবিসিও ফুড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।