<p>মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের অমর স্মৃতি চিরজাগ্রত রাখার জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৯৭ সালের ২৬শে মার্চ শিখা চিরন্তন স্থাপিত হয়। ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ভাষণে এ স্থান থেকেই ‘মুক্তির সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামের’ ডাক দিয়েছিলেন। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল এই সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী</p> <p>উপলক্ষে ১৯৯৭ সালের ৭ই মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা চিরন্তন প্রজ্বালন করেন। তাঁর এই প্রজ্বলিত শিখা সারা দেশ ঘুরে ২৬শে মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছায়। ওই দিন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা, ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত, তুরস্কের রাষ্ট্রপ্রধান সুলেমান ডেমিরেল এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে এই শিখা স্থাপন করেন। জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ।</p> <p>    </p>