<p>২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রথম থেকে নবম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এর আওতাভুক্ত। ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে ভর্তির লটারি। ডিজিটাল লটারির পর আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।</p> <p>আবেদনের প্রক্রিয়া</p> <p>ভর্তির আবেদন ফি ১১০ টাকা। আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে প্রদান করা যাবে।</p> <p>https://gsa.teletalk.com.bd লিংকে সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদাভাবে আবেদন করা যাবে।</p> <p>শিক্ষার্থীর বয়স</p> <p>‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হতে হবে। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে</p> <p>হবে। বিশেষ চাহিদাসম্পন্ন</p> <p> শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত</p> <p>সুবিধা পাবে।</p> <p>স্কুল চয়েজ</p> <p>সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে</p> <p>পারবে। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম (দুটি বিদ্যালয় পছন্দক্রম) সম্পাদন হয়েছে বলে গণ্য</p> <p>হবে।  বিদ্যমান অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়ায় আরো স্বচ্ছতা আনার লক্ষ্যে ভর্তির জন্য শিক্ষার্থীর পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে যেকোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠান চূড়ান্ত করে নিশ্চিত করতে হবে। বিষয়টি সফটওয়ারে অন্তর্ভুক্ত থাকবে।</p>