<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্য যেকোনো দুর্যোগের চেয়ে এবারের বন্যায় ত্রাণ ও উদ্ধার তৎপরতায় অভূতপূর্ব ঐক্য দেখা যাচ্ছে। বানভাসি মানুষের জন্য একাট্টা হয়েছে সবাই। ছাত্র-জনতা, রাজনৈতিক দল, ব্যবসায়ীগোষ্ঠী, স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছে সবাই। তরুণসমাজের এগিয়ে আসার আগ্রহ সবচেয়ে বেশি দেখা গেছে। বিশেষ করে দলীয় পরিচয়ে ছাত্রদের উপস্থিতি না থাকায় এবার তা অন্য রূপে হাজির হয়েছে। উদ্ধার তৎপরতার জন্য কেউ কেউ দলীয়ভাবে নৌকা বা স্পিডবোটের ব্যবস্থা করছেন, ত্রাণের ব্যবস্থা করছেন। আবার বন্যাকবলিত এলাকায় যাঁদের বড় ভবন রয়েছে, তাঁরা তা আশ্রয়প্রার্থীদের জন্য ছেড়ে দিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভরা এখন ত্রাণকাজের ছবি, ভিডিও আর এসংক্রান্ত হরেক রকম আবেদনে। বিভিন্ন গ্রুপ, সংগঠন, সংস্থা, প্রতিষ্ঠান, এমনকি ব্যক্তিগত উদ্যোগেও মানুষ এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছে তাদের আহবান, অনুরোধ, অভিমত, অভিজ্ঞতা। মুঠোফোন নম্বর, ব্যাংকের সঞ্চয়ী হিসাব নম্বর, যোগাযোগের ঠিকানা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এসব তুলে দিচ্ছে। মানুষ তাতে সাড়াও দিচ্ছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শুক্রবার প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল খোলা হয়েছে। বন্যার্তদের সহযোগিতায় এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সব পদবির সদস্যরা। একই সঙ্গে তাঁরা উদ্ধার তৎপরতায় সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি পৃথকভাবেও ত্রাণ দিচ্ছেন। সরকারি-বেসকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সহায়তা করছে। কোনো সংস্থা এক দিনের বেতন, আবার কেউ অর্থসহ নানা সহায়তা করছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ দেওয়া হচ্ছে। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্যার্তদের সহায়তায় এক দিনের বেতন দেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী। গতকাল শনিবার এই তথ্য জানান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও তাঁর এক মাসের বেতন বন্যার্তদের জন্য দেওয়ার ঘোষণাসহ নানা উদ্যোগ নিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাদের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিকাশ ও নগদের সব কর্মীও তাঁদের এক দিনের বেতন দিয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণকাজে বেসরকারি বিভিন্ন সংস্থা ও ব্যক্তি উদ্যোগে যাঁরা কাজ করছেন, তাঁদের প্রতিনিধিদের সঙ্গে গতকাল বিকেলে বৈঠকও করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্যাকবলিত এলাকায় সহযোগিতার জন্য ত্রাণ সংগ্রহের কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে চলছে ত্রাণের বিশাল কর্মযজ্ঞ। টিএসএসসির প্রবেশপথের পাশে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গণ-ত্রাণ সংগ্রহ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বুথ বসানো হয়েছে। ঢাকার বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ এসে নানা ধরনের ত্রাণ এখানে দিয়ে যাচ্ছে। সেখানে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন শিক্ষার্থীরা। সাধারণ মানুষ যার যা দেওয়ার সক্ষমতা রয়েছে তা নিয়েই হাজির হচ্ছে টিএসসিতে। এগুলো পৌঁছানো হচ্ছে বন্যাকবলিত এলাকায়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনীতে বন্যাদুর্গতদের সহায়তায় ত্রাণ বিতরণ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ত্রাণবাহী স্বেচ্ছাসেবী দল নিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলার একটি দুর্গম এলাকায় পৌঁছেন বলে গতকাল দুপুরে ফেসবুক পেজে জানান। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে আরেক পোস্টে ৫০ হাজার পরিবারের জন্য ভারী খাবারের পরিকল্পনার কথা জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। তিনি জানান, প্রাথমিকভাবে ২০ হাজার পরিবারের জন্য শুকনা খাবারের প্যাকেজের কিছু অংশের কাজ শেষ হয়েছে। এই কাজ শেষ হতে আরো দুই দিন লাগবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্যাকবলিত ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন। জাতীয়তাবাদী ছাত্রদল তিনটি মেডিক্যাল টিম গঠন করে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যাকবলিত অঞ্চলে চিকিৎসা সহায়তা দিচ্ছে। ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা মাহমুদুল হাসান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা ত্রাণ সংগ্রহ এবং বন্যাকবলিত এলাকায় পৌঁছে দেওয়ার কাজ করছি। ১৩টি জেলায় আমাদের সংগঠন বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া তিনটি জরুরি মেডিক্যাল টিম কাজ করছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্যাকবলিত ছয়টি এলাকায় জরুরি হটলাইন চালু করে ত্রাণ, প্রাথমিক চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। কুমিল্লা সিটি করপোরেশন, কুমিল্লা জেলা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলায় আশ্রয়কেন্দ্রগুলোতে রান্না করা খাবার বিতরণ করেছে সংগঠনটি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বন্যার্তদের মধ্যে সরবরাহের জন্য রাজধানীর বিভিন্ন স্থানে ত্রাণ সংগ্রহ করতে দেখা গেছে বিভিন্ন বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদের। রাজধানীর পল্টন মোড়, বংশাল, শ্যামপুর ও গোলাপশাহ মাজার এলাকায় মাইকিং করে বন্যার্তদের জন্য শুকনা খাবার, পানি, স্যালাইন ও অর্থ সংগ্রহ করেছেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। নোয়াখালী ও কুমিল্লার বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে সংগঠনটি। বন্যাকবলিত অঞ্চলে চিকিৎসা ও ত্রাণ সহায়তা দিয়েছেন সামজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীসহ সারা দেশে পথে পথে দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠনের উদ্যোগে ত্রাণ সংগ্রহের কাজ। তবে এখন ত্রাণ তহবিল ও অন্যান্য সামগ্রী সংগ্রহ, ত্রাণকাজে নানা রকম উপকরণ দান ও সরাসরি অংশ নিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বড় ভূমিকা রাখছে। বিশেষ করে ফেসবুক ত্রাণকাজে নিয়োজিত ব্যক্তিদের যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময়, পরামর্শ, ত্রাণসামগ্রী বিতরণ ও সংগ্রহের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ত্রাণকাজে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র সংসদ, ঢাবি পরিবারসহ বিভিন্ন বিভাগ। জাহাঙ্গীরনগর, জগন্নাথসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা গ্রুপ করে ত্রাণকাজে অংশ নিচ্ছেন। ত্রাণকাজে অংশ নিয়েছে স্বাধীন বাংলা মিমার্স সংঘ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, স্বেচ্ছা রক্তদান সংস্থা সন্ধানী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ অসংখ্য সংগঠন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা গ্রুপ : বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরায় বসবাসরত ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উদ্যোগে সার্বিক সহযোগিতায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে এই বৃহৎ শিল্পগোষ্ঠী। কর্মসূচির আওতায় কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় আপাতত শুকনা খাবারসহ আরো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ২৫ হাজার প্যাকেট ত্রাণ দেওয়া হয়েছে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রাণ-আরএফএল : দেশের অন্যতম শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল বন্যাদুর্গত এলাকা ফেনী ও নোয়াখালীতে বিস্কুট, চিড়া, মুড়ি, পাউরুটিসহ নানা ধরনের শুকনা খাবার নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। নিজস্ব কর্মী ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে বন্যাদুর্গতদের কাছে এসব খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ২২ আগস্ট থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে, যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত চলমান থাকবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউএস-বাংলা গ্রুপ : এক দিনের বেতনের অর্থ বন্যার্তদের দিচ্ছেন ইউএস-বাংলার কর্মীরা। ইউএস-বাংলার পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারী আগস্ট মাসের বেতনের এক দিনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের জন্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্যাংক : বন্যার্তদের জন্য দুই কোটি টাকার ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। ব্যাংকটির চেয়ারম্যান তানজিল চৌধুরী জানান, এমন সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে পর্ষদ দুই কোটি টাকার একটি ত্রাণ প্যাকেজ অনুমোদন করেছে। এই ত্রাণ সহায়তা বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর কাছে পাঠানো হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে বাংলাদেশ এয়ারফোর্সের (বিমানবাহিনী) মাধ্যমে পাঁচ কোটি টাকার ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এরই মধ্যে আমরা বাংলাদেশ এয়ারফোর্সের (বিমানবাহিনী) মাধ্যমে পাঁচ কোটি টাকার ত্রাণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি ওই এলাকার ক্ষুদ্র উদ্যোক্তা এবং কৃষিঋণ নেওয়া গ্রাহকদের কিস্তির মেয়াদ বাড়ানো হবে। এখন তাঁরা কিস্তি না দিলেও খেলাপি হবেন না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এবার বন্যা ঘিরে সম্প্রীতির এক নতুন নজির সৃষ্টি করেছে সনাতন ধর্মাবলম্বীরাও। বরিশালের সবচেয়ে বড় শ্রীশ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক তন্ময় দাস বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের শংকর মঠের পক্ষ থেকে দুর্গোৎসবের জন্য যে বাজেট নির্ধারণ করা হয়েছিল, তার বড় একটি অংশ বন্যাদুর্গতদের জন্য পাঠানো হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক চ্যালেঞ্জ উদ্ধারকাজ পরিচালনা। পূর্বাঞ্চলের মানুষ বন্যার সঙ্গে পরিচিত নয়। ফলে কিভাবে নিজেদের রক্ষা করতে হয় সে বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা ছিল না। তবে এখন দীর্ঘদিন ত্রাণ লাগবে তাদের। সেটা বিতরণে একটি সমন্বিত পরিকল্পনা করা জরুরি। সবাই যার যার জায়গা থেকে সহায়তা করবেন, কিন্তু সেটা বিতরণের ব্যাপারে যদি সমন্বিত রূপ না থাকে তাহলে দেখা যাবে এক অঞ্চলের মানুষ বেশি সাহায্য পাবে, আবার কোনো কোনো জায়গার মানুষ বঞ্চিত রয়ে যাবে।</span></span></span></span></p> <p> </p> <p><strong><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজ করছে ১১৯৬ মেডিক্যাল টিম</span></span></span></span></strong></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রাম ও সিলেট বিভাগে চলমান আকস্মিক বন্যায় এক হাজার ১৯৬টি মেডিক্যাল টিম সার্বক্ষণিকভাবে কাজ করছে। আক্রান্ত এলাকায় পর্যাপ্ত পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হাসপাতালগুলোতে জরুরি মেডিক্যাল টিমসহ পর্যাপ্ত ওরাল স্যালাইন, কলেরা স্যালাইন, অ্যান্টিভেনমসহ অন্যান্য জরুরি ওষুধ মজুদ রাখা হয়েছে সরকারের পক্ষ থেকে। এসব এলাকার সব স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের অন্যান্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে বন্যাবিষয়ক কন্ট্রোলরুম খোলা হয়েছে।</span></span></span></span></p>