<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজয়ের মাস ডিসেম্বরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পতাকা মিছিল, শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া ঢাকার গভ. কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স শাখায় পলিথিন ব্যবহার রোধে সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বসুন্ধরা " height="41" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/11.November/04-11-2024/mk/kk-NEW-3-2024-11-04-14a.jpg" style="float:left" width="300" />ময়মনসিংহ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিজয়ের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মাস ডিসেম্বরে ময়মনসিংহের গৌরীপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে গতকাল পতাকা মিছিল, শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রেরণায় এসো গড়ি বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এই প্রতিপাদ্যে কর্মসূচিতে অংশ নেন গৌরীপুর  সতীষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা ইয়াসমিন, গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্যাসিফ্লোরা সুলতানা, ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার, সহকারী শিক্ষক ফারহানা তানজিন স্মৃতি, বসুন্ধরা শুভসংঘ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি শঙ্কর ঘোষ পিলু, সাধারণ সম্পাদক হারুন মিয়া, কার্যকরী সদস্য রাকিবুল ইসলাম রাকিব, ওবায়দুর রহমান, জাহাঙ্গীর ইসলাম সাব্বির, বাঁধন দেবনাথ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, হুুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পীযূষ রায় গণেশ, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন প্রমুখ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকা : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বসুন্ধরা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শুভসংঘ গভ. কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স শাখার আয়োজনে পলিথিনের ব্যবহার রোধে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়। এই আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সহসাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবরী আক্তার, বসুন্ধরা শুভসংঘ গভ. কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স শাখার সভাপতি ফারিয়া হক তাজিম, শুভসংঘ সদস্য মুসলেমিনা সুলতানা, এশা ইসলাম, লিখা আক্তার, বিথি, নুরে জান্নাত, তাহরিমা, তানিয়া তানজি, সুমাইয়া আক্তার, সালমিরা, জান্নাতুল ফেরদৌস জেবা, সায়বা সিদ্দিক অবনী, বিহান, সানজিদা, তাসনিম, শৌরিন সোমানী, লাবণ্য মল্লিক, লামিয়া সানজিদা, আফরিন নাহার নিঝু, অনন্যা পাল, সালমা হোসেন ইমু, শাহানাজ প্রমুখ।</span></span></span></span></p> <p> </p>