<p>বিশ্ব ইজতেমার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত ৫ দিনব্যাপী জোড় ইজতেমা মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। দোয়া পরিচালনা করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। মোনাজাতে মুসলীম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে আসন্ন বিশ্ব ইজতেমা সফল হওয়ার জন্য দোয়া করা হয়।</p> <p>আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে শুরু হয়ে ৯টা ২০ মিনিটে শেষ হয় মোনাজাত। এর আগে ফজর থেকে হেদায়তি বয়ান হয়েছে। বয়ান করছেন ভারতের (বোম্বে) মাওলানা আব্দুর রহমান। তরজমা করেছেন মাওলানা আব্দুল মতিন সাহেব। বয়ানে যারা আল্লাহপাকের রাস্তায় তাবলীগে বের হবেন তাদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেওয়া হয়। এরপর নসীহত মূলক বক্তব্য পেশ করেন ভারতের শীর্ষস্থানীয় মুরব্বি মাওলানা ইব্রাহিম দেওলা। তার তরজমা করেছেন মাওলানা জুবায়ের (বাংলাদেশ)। </p> <p>এদিকে দোয়ায় শরিক হওয়ার জন্য ঢাকা, গাজীপুর এবং আশপাশের এলাকা থেকে বিপুল পরিমাণ মুসল্লি আজ মঙ্গলবার সকাল থেকে ময়দানে এসে মোনাজাতে শরীক হন। গত ২৯ নভেম্বর থেকে শুরু হওয়া জোড় ইজতেমা আজ মঙ্গলবার এই দোয়ার মাধ্যমে শেষ হয়েছে। আর তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) এর ৫ দিনব্যাপী জোড়-ইজতেমার আনুষ্ঠানিকতাও শেষ হলো।</p> <p>জোড় ইজতেমায় ৫ দিনে ৪ মুসল্লির মৃত্যু : জোড় ইজতেমা চলাকালে ৪ জন মুসল্লি মারা যান। তারা হলেন- সিরাজগঞ্জ সদর থানার মো. শহিদুল ইসলাম (৬৫), ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম আকন্দ (৭২), রংপুর জেলার কোতোয়ালি থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫) ও দিনাজপুর সদর থানা শহরের মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে কাউসার আলী (২৮)।</p>