<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ক্যামেরার চোখই আকৃতি দেয় ছবির। ওই চোখে আঁকা ছবি সময়, সমাজ ও সভ্যতার অবয়ব তুলে ধরে অনাগত দিনের জন্য। এসব ছবির কোনো কোনোটি কালের সাক্ষী হয়ে অমরত্ব পায়, আবার কিছু ছবি হারিয়ে যায় সময়ের গহ্বরে। আবেদনহীন ওই সব ছবি রাষ্ট্র, সমাজ, মানুষ বা পরিবারেও তেমন কোনো বিশেষত্ব রেখে যেতে পারে না। তবে সময়ের পটে আঁকা অপরিহার্য বাস্তবতার এমন সব ছবি কখনো কখনো ক্যামেরার চোখ এঁকে দেয়, যার আবেদন হয় অসীম অথবা অপরাজেয়। এমনই এক ছবি আঁকা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসীম সাহসে বুক চিতিয়ে দেওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদের, যাঁর বুকের পাঁজর ভেদ করে বেরিয়ে গিয়েছিল হন্তারক বুলেট। ওই নির্মম, নিষ্ঠুর বুলেটে আবু সাঈদের বুক বিদীর্ণ নিষ্প্রাণ, নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে সত্যি, তবে কাব্যময় ক্যামেরার চোখ ঠিকই লিখে রাখে এক অপরাজেয় ইতিহাস। এমন ছবির কারিগর কালের কণ্ঠ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র রংপুর অফিসের ফটো সাংবাদিক আদর রহমান, যাঁর তোলা ছবি এখন দেশ ছাড়িয়ে সমগ্র বিশ্বে আলোড়ন তৈরি করেছে। আবু সাঈদের সাহসী আত্মত্যাগ এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী আন্দোলনও পায় ভিন্ন মাত্রা। আর সেই আত্মত্যাগের জন্য আবু সাঈদ হয়ে ওঠেন গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক। অমরত্ব পাওয়া আবু সাঈদের জীবনের সেরা সময়কে ছবির অবয়বে ধরে রেখে আরেক ইতিহাসের অংশ হয়ে গেলেন ফটো সাংবাদিক আদর রহমানও।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই সময় আবু সাঈদের তোলা ছবি নিয়ে এক ব্যতিক্রমী প্রদর্শনী হলো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে। বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিনে দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন সকাল সাড়ে ৯টা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন আবু সাঈদ চত্বরে। তিন দিনের এই আয়োজনে প্রায় ২০ হাজার মানুষ ও শিক্ষার্থী প্রদর্শনী দেখতে আসেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়রা জানায়, সারা দেশে আবু সাঈদকে নিয়ে সাড়া পড়েছে। এই প্রথম রংপুরে এ ধরনের আলোকচিত্রের আয়োজন করা হয়েছে। শহীদ আবু সাঈদকে কখনো ভুলবে না এ দেশের মানুষ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে প্রদর্শনী চলে গতকাল রবিবার রাত পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধন করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। শিক্ষার্থী থেকে রিকশাচালক, শিশু-কিশোর থেকে বিভিন্ন পেশাজীবীরাও আগ্রহের সঙ্গে প্রদর্শনীতে আসেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রিকশাচালক হামিদুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ রকম আলোকচিত্র আগে কখনো দেখি নাই। দেখে কান্না ধরে রাখতে পারছি না। একজন ছাত্রকে এভাবে গুলি করে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচারের দাবি করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোকচিত্রে গত ১৬ জুলাইয়ের আন্দোলনের বিভিন্ন ঘটনা দেখানো হয়েছে। আলোকচিত্রে আন্দোলনের দিন পুলিশ ও ছাত্রলীগের সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম হামলার চিত্র ফুটে উঠেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাবাসসুম ও সানজিতা বলেন, এই তিন দিনই আমরা প্রদর্শনী দেখতে এসেছি। অনেক ভালো লাগছে। আলোকচিত্র প্রদর্শনী পাঁচ-ছয় দিন থাকলে আরো ভালো হতো। আবু সাঈদকে যেভাবে পুলিশ গুলি করছে, এমন নিষ্ঠুর চিত্র আমরা ছবিতে দেখলাম। এসব দেখে কান্না থামাতে পারছি না। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুসরাত ও সায়মুন্নাহার বলেন, অনেক ভালো লাগছে এই ছবিগুলো দেখে। এখানে না এলে জানতেই পারতাম না। বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ কতটা সাহসিকতার সঙ্গে এই বিজয় ছিনিয়ে এনছেন, ছবি তারই কথা বলছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলোকচিত্রের কারিগর ফটো সাংবাদিক আদর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি প্রথমে শহীদ আবু সাঈদের পরিবারের জন্য গভীরভাবে সমবেদনা প্রকাশ করছি। ১৬ জুলাইয়ে সাড়ে তিন শ ছবি তুলেছি। এর মধ্যে ৫০টি ছবি এখানে প্রদর্শন করা হয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে ১৬ জুলাইয়ের অপ্রকাশিত ছবিগুলো তুলে ধরার চেষ্টা করেছি। কখনো যদি আবু সাঈদকে নিয়ে গবেষণা করা হয়, তাহলে হয়তো এই ছবিগুলো অনেক তথ্যের সাক্ষী হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবারে আমরা ৯ ভাই-বোন। ভাইদের মধ্যে আবু সাঈদ ছিল সবার ছোট। পরিবারে একমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়তে পেরেছে আবু সাঈদ। আশা ছিল, সে বড় হয়ে ভালো কিছু করে পরিবারের হাল ধরবে। ভাইকে নির্মমভাবে হত্যা করা হলো। যারা আমার ভাইকে হত্যা করেছে, আমরা তাদের কঠোর শাস্তি দাবি করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বেশ কয়েকজন শিক্ষার্থী বলেন, আবু সাঈদ সারা জীবন বেঁচে থাকবেন। শহীদ আবু সাঈদ একটি জাতির বিজয় এনেছেন। আমরা কখনো ভুলব না তাঁকে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন বলেন. </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মেধাবী শিক্ষার্থী আবু সাঈদকে যেভাবে পুলিশ গুলি করে হত্যা করেছে, সেই ছবিগুলো আজ আলোকচিত্রের রূপ নিয়েছে। সারা দেশ আবু সাঈদকে স্মরণ করবে সারা জীবন। এত কষ্ট করে ছবি তুলেছেন আদর রহমান। তাঁকেও ধন্যবাদ জানাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>