<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের স্মরণে পাঁচ দিনব্যাপী শিল্প প্রদর্শনী শুরু হয়েছে। গত শুক্রবার রাজধানীর শালা নেইবারহুড আর্ট স্পেস গ্যালারিতে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। প্রদর্শনীর আয়োজন করে তন্মাত্র আর্টিস্ট গ্রুপ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রদর্শনীর ওপেনিং ঘোষণা করেন বরেণ্য শিল্পী বীরেন সোম। এই আয়োজনে স্টেপ ফুটওয়্যার লিমিটেড এবং লাক্সম্যান জুট মিল লিমিটেড পৃষ্ঠপোষকতা করে। আয়োজনে পাশে থাকার জন্য তন্মাত্র আর্টিস্ট গ্রুপ তাদের ধন্যবাদ জানিয়েছে। শালা নেইবারহুড আর্ট স্পেস গ্যালারিকেও ধন্যবাদ জানায়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রদর্শনীর শেষ দিন সন্ধ্যা ৭টায় এস এম সুলতানকে নিয়ে তারেক মাসুদের </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আদম সুরত</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> প্রামাণ্য চলচ্চিত্রটি এবং জিয়াউল হক রাজুর প্রামাণ্য চলচ্চিত্র জীবাশ্ম স্ক্রিনিং করা হবে। তন্মাত্র আর্টিস্ট গ্রুপের পক্ষ থেকে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রদর্শনীতে ২১ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন। এতে ছিল অ্যাক্রিলিক, জলরং, মিশ্র মিডিয়ার পেইন্টিং এবং ভাস্কর্য। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন প্রিমা নাজিয়া আন্দালিব, এ এইচ ঢালী তমাল, সুলতানুল ইসলাম, সৌরভ চৌধুরী, মনজুর রশীদ, অরণী চ্যাটার্জি, রুবেনা নারগিস, মাহফুজা বিউটি, শিহাব নুরুন নবি, নবরাজ রায়, সাদিয়া খালিদ রীতি, মানসী বণিক, সাবিয়া নাসরিন, মো. বজলুর রশিদ, সুজয় সাহা, শ্রেষ্ঠ সাহা, এস এম মিজানুর রহমান, তানহা জাফরীন, অনিক চন্দ, মো. জিয়াউল হক রাজু।</span></span></span></span></span></p>