<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরানের সামরিক স্থাপনায় গতকাল শনিবার ভোরের দিকে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত দুজন সেনা সদস্য নিহত হয়েছেন। চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালাল তেল আবিব। এর ফলে মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে সংঘাতে না জড়াতে ইরানের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ইসরায়েল সতর্ক করে বলেছে, ইরান এই হামলার প্রতিক্রিয়া জানালে চড়া মূল্য দিতে হবে। তবে ইরান জোর দিয়ে বলেছে, নিজের আত্মরক্ষার অধিকার আছে দেশটির।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শনিবার ভোরে তেহরানের আশপাশে বিস্ফোরণের পর হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা ইরানের বেশ কয়েকটি অঞ্চলে ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক স্থাপনায় হামলা করেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেছেন, প্রতিশোধমূলক এই মিশন শেষ করে ইসরায়েলি আকাশযান নিরাপদে ফিরে এসেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হামলার বিষয়টি নিশ্চিত করে ইরান বলেছে, রাজধানী তেহরান ও এর আশপাশের প্রদেশ এবং দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে, তবে দুজন সেনা সদস্য নিহত হয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বিদেশি আগ্রাসন থেকে নিজেকে রক্ষা করা ইরানের অধিকার ও কর্তব্য।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যেভাবে হামলা হলো</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শনিবার ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তেহরানে থাকা বার্তা সংস্থা এএফপির সাংবাদিক স্থানীয় সময় রাত সোয়া ২টার দিকে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলি হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করার কারণে বিস্ফোরণ ঘটেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও অন্যান্য আকাশযান পরিচালনা কেন্দ্রে হামলা করা হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরানের বিমানবাহিনী জানিয়েছে, তিনটি প্রদেশে সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রদেশ তিনটি হলো ইলাম, খোজেস্তান ও তেহরান। হামলায় </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সীমিত ক্ষয়ক্ষতি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হয়েছে। সংক্ষিপ্ত স্থগিতাদেশের পর পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছেন ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, অধিকৃত গোলান মালভূমি ও লেবানন থেকে সিরিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ইরানের হামলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষে বসে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। ইসরায়েলের সংবাদমাধ্যম হায়োমের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কেন হামলা করল ইসরায়েল</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ইরান থেকে গত কয়েক মাস ধরে চালানো হামলার প্রতিক্রিয়ায় এই হামলা করা হয়েছে। তারা বলেছে, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বছরের ৭ অক্টোবর থেকে সাতটি অভিমুখ থেকে ইরান সরকার ও এই অঞ্চলে তার প্রক্সিরা ইসরায়েলের ওপর অব্যাহত হামলা চালিয়ে আসছে, এমনকি ইরানের ভূখণ্ড থেকেও হামলা করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সর্বশেষ গত ১ অক্টোবর ইসরায়েলে ইরানি হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় তেল আবিব। তখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ত বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের প্রতিশোধ হবে মারাত্মক, সুনির্দিষ্ট ও আশ্চর্যজনক।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্বনেতাদের প্রতিক্রিয়া</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরানে ইসরায়েলি হামলার পর সংঘাত না বাড়ানোর আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। যদিও সংঘাত ছড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে রাশিয়া ও মুসলিম দেশগুলো।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সিন স্যাভেট বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরানের সামরিক্ষ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা ছিল আত্মরক্ষার অংশ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তবে এই হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেয়নি বলে তিনি দাবি করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক প্রচেষ্টা আরো ত্বরান্বিত করাই আমাদের লক্ষ্য।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার উভয় পক্ষকে সংযম দেখানোর আহবান জানিয়ে বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া দেখানো উচিত নয় ইরানের।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাশিয়া উভয় পক্ষকে সংযম দেখানোর আহবান জানিয়েছে এবং একটি বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সংঘাত সম্প্রসারণের বিরুদ্ধে তেল আবিবকে সতর্ক করেছে রিয়াদ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে মিত্র ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ইসরায়েলি হামলার শিকার সিরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের নিজেকে আত্মরক্ষা এবং এর ভূখণ্ড ও নাগরিকদের জীবন রক্ষার বৈধ অধিকারকে সমর্থন করে সিরিয়া।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের জন্য দায়ী করার পাশাপাশি বৈশ্বিক নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়েছে ইরাক।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জর্দান বলেছে, ইরানে ইসরায়েলের হামলার আন্তর্জাতিক আইন ও ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে তুরস্ক বলেছে, এই হামলা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সন্ত্রাসবাদ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ ইরানকে সতর্ক করে বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরানের প্রতি আমার বার্তা স্পষ্ট : ব্যাপক প্রতিক্রিয়া অব্যাহত রাখা উচিত নয়। এটি তৎক্ষণাৎ বন্ধ হতে হবে। তবেই আমরা মধ্যপ্রাচ্যে শান্তিপূর্ণ সমাধানের দরজা খুলতে পারব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সূত্র : এএফপি, আলজাজিরা</span></span></span></span></p>