<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এ রকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকেই অনেক কিছু লুটেপুটে নিয়ে যেতে পারবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><strong>বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা</strong><br /> রূপরেখা নিয়ে নরসিংদী, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ জেলার নেতাকর্মীদের নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকার হেরিটেজ রিসোর্ট মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির মিডিয়া সেলের সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তারেক রহমান বলেন, আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। দুষ্টু লোকদের দুষ্টুমি কিন্তু থেমে নেই। কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদের দিকে অনেকেই লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, কিন্তু এই দেশে যদি জনগণের সমর্থিত, যারা এই দেশের জনগণের কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এ রকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। যারা শকুনের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে এই দেশের অর্থসম্পদ আর প্রাকৃতিক সম্পদের দিকে, তখন তারা দশবার চিন্তা করবে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, ষড়যন্ত্র যেহেতু থেমে নেই, আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল-জুলুমের শিকার হয়েছেন, গায়েবি মামলার শিকার হয়েছেন, দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে, জঙ্গলে থাকতে হয়েছে, ধানক্ষেতে আপনাদের থাকতে হয়েছে অত্যাচার-নির্যাতনের কারণে। আপনারা সেই পরীক্ষা দিয়ে পার হয়ে এসেছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তারেক রহমান বলেন, সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি। সামনে পরীক্ষা আরো আছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী হতে হয়, অনবরত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আজকে আমরা ৩১ দফা নিয়ে আলোচনা করেছি, জেনেছি, বুঝেছি। এটি আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে। একই সঙ্গে আমাদের প্রস্তুত হতে হবে। নিজেকে প্রস্তুত করতে হবে এই ৩১ দফা বাস্তবায়নের জন্য। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধান আলোচক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মাহাদী আমিন। আরো বক্তব্য দেন ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাম্মী আক্তার, নেওয়াজ আলী আরলী, রাশেদ ইকবাল খান ও নরসিংদী জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জে গতকাল রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে কর্মশালা হয়েছে। মুক্তারপুর এলাইড কোল্ড স্টোরেজে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজনে কর্মশালা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত তা চলে। এতে  প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ সময় তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়ন মানেই জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটানো। জেলা, উপজেলা, থানা,  ওয়ার্ড এবং গ্রাম পর্যায়ে সব নাগরিকের কাছে ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তারেক রহমান বলেন, আগামী নির্বাচন হবে কঠিন নির্বাচন। এই নির্বাচনের পুলসিরাত পাড়ি দিতে সব মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের পাশাপাশি ৩১ দফা বাস্তবায়নে বিএনপি বদ্ধপরিকর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই বিষয়ে জনসাধারণকে অবহিত করতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (কেন্দ্রীয় দপ্তরে সংযুক্ত) আবদুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় ৩১ দফার ওপর বিস্তারিত আলোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা বিএনপি পরিবারের</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুম্মান, বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য মাহমুদা হাবিবা। স্বাগত বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জে গতকাল বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক  দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড গ্রামে মুন্নু সিটিতে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার রাজনৈতিক কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রশিক্ষণ শেষে বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তারেক রহমান।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ষড়যন্ত্র থেমে নেই। সামনে আরো সংগ্রাম করতে হবে। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। যুদ্ধে বিজয়ী না হতে পারলে গণতন্ত্র প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়বে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তিনি বলেন, ৫ আগস্টের আগে মানুষের চাওয়া ছিল স্বৈরাচার শেখ হাসিনার পতন। সেখান থেকে মুক্ত হয়েছি। এখন আমাদের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকাঠামো মেরামত করার আন্দোলনে অংশ নিতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি মিডিয়া সেলের প্রধান ডা. মওদুদ আলমগীর পাভেল। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রায় এক হাজার ৩০০ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।</span></span></span></span></span></p>