শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী টেক ইভেন্ট ‘কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)-২০২৩’। আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠেয় সর্ববৃহৎ এই প্রযুক্তি মেলায় যোগ দিচ্ছে ওয়ালটন। যুক্তরাষ্ট্রের সুপরিচিত প্রদর্শনী কেন্দ্র ‘লাস ভেগাস কনভেনশন সেন্টার’-এ ২.৬ মিলিয়নেরও বেশি বর্গফুট জায়গাজুড়ে এ মেলার আয়োজন করেছে কনজিউমার টেকনোলজি অ্যাসোসিয়েশন (সিটিএ)। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ৮ জানুয়ারি পর্যন্ত।
আমেরিকার সিইএস শোতে অংশ নিচ্ছে ওয়ালটন
নিজস্ব প্রতিবেদক

প্রযুক্তি খাতের মেগা শো সিইএস হচ্ছে বিশ্বসেরা উদ্ভাবকদের মিলনমেলা। ৫০ বছরেরও বেশি সময় ধরে এই মেলায় নতুন উদ্ভাবনী পণ্য ও ধারণা প্রদর্শনের পাশাপাশি প্রযুক্তি খাতের খ্যাতনামা ব্র্যান্ডগুলো নতুন ব্যাবসায়িক অংশীদারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুযোগ পায়। সিইএস ফেয়ারে বিশ্বের বড় বড় টেক জায়ান্টগুলো তাদের প্রযুক্তির উৎকর্ষতা উপস্থাপন করে থাকে। এতে অংশ নিয়ে ‘বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশ’ পণ্য তুলে ধরার সুযোগ পাবে ওয়ালটন।
এবারের মেলায় প্রযুক্তি খাতের খ্যাতনামা গ্লোবাল ব্র্যান্ডসহ সাড়ে চার সহস্রাধিক কম্পানির অংশগ্রহণের পাশাপাশি প্রায় ২০ হাজার নতুন উদ্ভাবনী প্রযুক্তি পণ্য প্রদর্শিত হবে। এতে ১৬০টিরও বেশি দেশের দেড় লাখ প্রযুক্তি পণ্য উৎপাদনকারী, প্রযুক্তিবিদ, কনজিউমার টেকনোলজি সরবাহকারী ও ডেভেলপার অংশগ্রহণ করবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান বলেন, ‘ইউরোপের কয়েকটি দেশে আমাদের দেশ থেকে ইলেকট্রনিকস পণ্য রপ্তানি শুরু হয়েছে। লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজিউমার ইলেকট্রনিকস শো বা সিইএস আমেরিকার বাজারে ইলেকট্রনিকস পণ্য রপ্তানির জন্য একটি ‘নকিং ডোর’ হতে পারে।
সম্পর্কিত খবর

টবি লুটকে
- প্রধান নির্বাহী কর্মকর্তা, শপিফাই

এআই দিয়ে সম্ভব নয় এমন কাজের জন্যই শুধু কর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শপিফাইয়ের সিইও টবি লুটকে। নতুন কর্মী চাওয়ার আগে বিভাগগুলোকে হাতে-কলমে দেখাতে হবে যে এআই দিয়ে কোন কাজটি তারা করতে পারছেন না। সম্প্রতি কর্মীদের উদ্দেশে লেখা একএক্স পোস্টে এ কথা জানান। টবি লুটকের মতে, সঠিকভাবে এআই ব্যবহার করাও একটি দক্ষতা।

দেশে আসছে টেকনো ৪০ সিরিজ
বাণিজ্য ডেস্ক

এবার বাংলাদেশে আসছে টেকনোর নতুন স্মার্টফোন ক্যামন ৪০ ও ক্যামন ৪০ প্রো। এই ডিভাইস দুটিতে রয়েছে শক্তিশালী এআই ফিচার, ওয়াটারপ্রুফ রেটিং, ৫২০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং ১২০ হার্জের ব্রাইট অ্যামোলেড ডিসপ্লে। টেকনো ক্যামন ৪০-এর দাম ২৩ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। আর ক্যামন ৪০ প্রোর দাম ২৭ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।