<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আবাসিক খাতে পুনরায় গ্যাস সংযোগ চালু করার জোর দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) নেতারা। এরই মধ্যে এ বিষয়ে রিহ্যাবের পক্ষ থেকে জ্বালানি মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ এবং পত্র দেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আবাসিক খাতে প্রায় এক যুগ ধরে বন্ধ রয়েছে গ্যাস সংযোগ। কার্যত আবাসিক গ্যাস সংযোগ বৈধ উপায়ে বন্ধ থাকলেও বিভিন্ন এলাকায় বেশির ভাগ গ্রাহক অবৈধ উপায়ে গ্যাস সংযোগ নিয়েছে। এতে গ্যাস বিতরণ কম্পানিগুলো রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার। দেশের মোট গ্যাসের প্রায় ১২ শতাংশ ব্যবহার করা হয় আবাসিক খাতে। বাকিটা শিল্প-কারখনা, সিএনজি স্টেশনসহ অন্যান্য খাতে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অন্তর্বর্তী সরকার গঠনের পর সরকারের বিভিন্ন সংস্থা ও পক্ষের কাছে রিহ্যাবের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে আবাসিক খাতে গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানানো হচ্ছে। রিহ্যাব নেতারা বলেন, কোনো কোনো শিল্পপ্রতিষ্ঠানে এক দিনে যে পরিমাণ অবৈধ গ্যাসের ব্যবহার হয়, তাতে দু-চার লাখ আবাসিক গ্রাহকের কয়েক মাসের ব্যবহারের সমান। এ ছাড়া কিছু এলাকায় গ্যাস থাকবে আবার কিছু এলাকায় থাকবে না, এটা বৈষম্য। অবশ্যই বৈষম্য দূর করতে হবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ বিষয়ে রিহ্যাব সভাপতি মো. ওয়াহিদুজ্জামান বলেন, অবৈধ গ্যাস সংযোগ নেওয়া এখন অত্যন্ত সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় অবৈধ গ্যাস সংযোগ প্রদানে একাধিক সিন্ডিকেট গড়ে উঠেছে। সেখান থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এক পক্ষ। এতে প্রতিবছর সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি কিছু নাগরিক গ্যাস না পেয়ে বৈষম্যের শিকার হচ্ছেন।</span></span></span></span></span></p>