<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পর আঞ্চলিক যুদ্ধের উদ্বেগ কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে জ্বালানি তেলের বাজারে। এতে এক দিনেই বিশ্ববাজারে উভয় তেলের দাম ৬ শতাংশ কমেছে। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬.১৩ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৬৭.৩৮ ডলার। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৫.৮০ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৭১.৫৭ ডলার। ট্রেডিং ইকোনমিকস জানায়, ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের তেল উৎপাদন কেন্দ্র ও পরমাণু অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হওয়ায় বিনিয়োগকারীদের মাঝে স্বস্তি এসেছে।</span></span></span></span></p>