<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার থেকে চীনকে বিরত রাখতে তিন বছরে তৃতীয়বারের মতো বৃহৎ পরিসরে চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাইডেন প্রশাসন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন নিষেধাজ্ঞার আওতায় নির্দিষ্ট ধরনের কিছু চিপ ও যন্ত্রাংশ চীনে বিক্রি করতে পারবে না যুক্তরাষ্ট্রের কয়েকটি কম্পানি। এর ফলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে লাম রিসার্চ করপোরেশন, অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস ইনকরপোরেশন, কেএলএসহ বেশ কিছু মার্কিন কম্পানি। চীন যাতে সামরিক বাহিনীর জন্য তৈরি অস্ত্র ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) তৈরি করতে না পারে, তা নিশ্চিতেই আগের আরোপিত নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হয়েছে। নতুন করে বাণিজ্যিক নিষেধাজ্ঞার তালিকায় যোগ করা হয়েছে ১৪০টি চীনা কম্পানির নাম। এই কম্পানিগুলোর বেশির ভাগই চিপ উৎপাদনের টুল ও মেশিনারি তৈরি করে থাকে। এর আগে একবারে কখনো এতগুলো কম্পানিকে কালো তালিকাভুক্ত করা হয়নি। নিষেধাজ্ঞার ফলে আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে মার্কিন কম্পানিগুলো চীনে অত্যাধুনিক মেমোরি চিপ, সেমিকন্ডাক্টর তৈরির যন্ত্রাংশ ও সফটওয়্যার টুল রপ্তানি করতে পারবে না। গত রবিবার মার্কিন বাণিজ্যসচিব জিনা রাইমন্ডো বলেন, এযাবৎকালের সবচেয়ে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে সামরিক বাহিনীর জন্য শক্তিশালী চিপ তৈরির ক্ষমতা কমবে চীনের। এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার দিকটি নিশ্চিত করতে হয়েছে। এর পাশাপাশি বাণিজ্যিক দিক থেকে যেন অনিচ্ছাকৃতভাবে ক্ষতি না হয় সে বিষয়টিও খেয়াল রাখতে হয়েছে। বিশেষজ্ঞ ও মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ২০২২ সালের অক্টোবরে চীনের কাছে এআই চিপ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এরপর ২০২৩ সালের অক্টোবরে ভিন্ন ধরনের এআই চিপও নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসার ঘোষণা দেয় দেশটি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হোয়াইট হাউসের কর্মকর্তারা জানান, চীন অত্যাধুনিক কম্পিউটার চিপ হাতে পেলে যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি হবে। এআইকে প্রশিক্ষণ দিতে এবং সুপারকম্পিউটার তৈরি করতে চিপ ব্যবহৃত হয়। চিপ ব্যবহারের মাধ্যমে সাইবার হামলা, নতুন ডিজাইনের অস্ত্র, নজরদারি চালানোর অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করা সম্ভব। এ ছাড়া নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতেও সামরিক বাহিনীর অস্ত্রে চিপ ব্যবহৃত হয়ে থাকে। সূত্র : নিউইয়র্ক টাইমস, ইয়াহু ফাইন্যান্স</span></span></span></span></p>