<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিজেদের অধীন কয়েকটি খাবারের ব্র্যান্ডের ব্যবসা বিক্রির ১০৫ কোটি ডলারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ইউনিলিভার। গত সোমবার ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা হেইন শুমাখার এই তথ্য জানিয়েছেন। তবে নির্দিষ্টভাবে ব্র্যান্ডগুলোর নাম জানাননি তিনি। শুমাখার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সব ধরনের খাবারের ব্র্র্যান্ড রাখার চেয়ে সস, মসলা ও রেস্তোরাঁয় বা অন্যান্য খাবার বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য পণ্য উৎপাদনে মনোযোগী হতে চায় ইউনিলিভার। এই বৈশিষ্ট্যের বাইরে থাকা ব্র্যান্ডগুলোকে ইউনিলিভার থেকে বের হতে হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> তবে সংবাদ মাধ্যম রয়টার্স বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কয়েকটি ডাচ খাবারের ব্র্যান্ড বিক্রির সম্ভাব্যতা যাচাই করছে মাল্টিন্যাশনাল কম্পানিটি। এর মধ্যে রয়েছে ইনোক্স সুপস ও কনিমেক্স সিজনিংস। এ ছাড়া ব্রিটেন ও ইউরোপের কয়েকটি দেশের ছোট ছোট খাবারের ব্র্যান্ড বিক্রি করতে ইচ্ছুক কম্পানিটি। সারা বিশ্বে ইউনিলিভারের অধীনে ৪০০টি ব্র্যান্ড পরিচালিত হয়। তবে এক বছর ধরেই ব্যবসার পরিধি কমিয়ে এনে শীর্ষ ৩০ ব্র্যান্ডের প্রতি বাড়তি মনোযোগ দিতে চাচ্ছে ইউনিলিভার। এর আগে চলতি বছরের মার্চে আইসক্রিমের ব্যবসাও আলাদা করার ঘোষণা দেয় তারা। সূত্র : রয়টার্স</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>