বিশ্ববাণিজ্য

একীভূত হওয়ার আলোচনায় হোন্ডা ও নিশান

  • ♦ এক হয়ে রসদ ও পরিধি বাড়ানোর কথা ভাবছে তারা ♦ তাদের যৌথ অংশীদারিতে মিতসুবিশিও যুক্ত হতে পারে
বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
একীভূত হওয়ার আলোচনায় হোন্ডা ও নিশান

চীনের বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা কম্পানিগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এক হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে হোন্ডা ও নিশান। একীভূত হওয়ার বিষয়ে আলোচনা করতে গত সপ্তাহে বৈঠক করেছে তারা। এখনো আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। সর্বপ্রথম এই তথ্য প্রকাশ করে জাপানের সংবাদমাধ্যম নিক্কেই।

এতে কম্পানি দুটির ব্যাবসায়িক অংশীদারি জোরালো করার বিষয়টি প্রকাশ্যে আসে। এর পরপরই এক বিবৃতিতে হোন্ডা ও নিশান জানিয়েছে, আলোচনা শেষ হলে বিনিয়োগকারীদের যথাযথ সময়ে সিদ্ধান্ত জানানো হবে।

যৌথ অংশীদারির ফলে হোন্ডা ও নিশান একটি কম্পানিতে পরিণত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। বর্তমানে জাপানের দ্বিতীয় ও তৃতীয় বৃহৎ গাড়ি নির্মাতা কম্পানি হোন্ডা ও নিশান।

একীভূতকরণ সম্পন্ন হলে বৈশ্বিক গাড়ি শিল্পে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। গত মার্চে ইভি তৈরির জন্য একে অপরের ব্যাবসায়িক অংশীদার হওয়ার ঘোষণা দেয় কম্পানি দুটি। আগস্টে তারা জানায়, ব্যাটারি প্রযুক্তি তৈরিতেও তারা একত্রে কাজ করবে। চলতি বছর দুটি কম্পানিই চ্যালেঞ্জের সম্মুখীন হয়।
ভূ-রাজনৈতিক অস্থিরতা, প্রযুক্তিগত পরিবর্তন ও চীনের দ্রুত অগ্রসর হওয়া ইভি খাত দুটি কম্পানির ওপরেই চাপ ফেলেছে। এই চাপ মোকাবেলায় একীভূত হয়ে রসদ ও পরিধি বাড়ানোর কথা ভাবছে হোন্ডা ও নিশান। তাদের যৌথ অংশীদারিতে জাপানের আরেক গাড়ি নির্মাতা কম্পানি মিতসুবিশিও যুক্ত হতে পারে।

গত বছর হোন্ডা বিক্রি করেছিল ৩৯ লাখ ৮০ হাজার গাড়ি। নিশান বিক্রি করেছিল ৩৩ লাখ ৭০ হাজার গাড়ি।

দুটি কম্পানি একীভূত হলে তারা বিশ্বের তৃতীয় বৃহৎ গাড়ি নির্মাতা কম্পানিতে পরিণত হবে। গাড়ি বিক্রিতে এগিয়ে থাকা অপর দুই কম্পানি হলো টয়োটা ও ফোকসভাগেন। গত বছর জাপানিজ কম্পানি টয়োটা বিক্রি করে এক কোটি ১২ লাখ গাড়ি। জার্মান কম্পানি ফোকসভাগেন বিক্রি করে ৯২ লাখ ৩০ হাজার গাড়ি। সূত্র : সিএনএন, দ্য নিউইয়র্ক টাইমস

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

সনি : জাপানের ব্র্যান্ড সনির অফিশিয়াল স্টোর এখন রাজধানীর গুলশানের হাবিব সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। ফিতা কেটে শোরুমটির উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিসের (বিডি) চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম এবং সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমডিসি সনির ম্যানেজার ভিনসেন্ট টে। সংবাদ বিজ্ঞপ্তি

 

করপোরেট খবর

কৃষি ব্যাংক : বাংলাদেশ কৃষি ব্যাংক রেমিট্যান্স উৎসব ২০২৫-এর প্রথম ধাপের লটারি ড্র ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের এমডি সঞ্চিয়া বিনতে আলীর উপস্থিতিতে এই লটারি ড্র সম্পন্ন হয়। এ সময় ব্যাংকের ডিএমডি মো. আ. রহিম, খান ইকবাল হোসেন, প্রধান কার্যালয়ের সব মহাব্যবস্থাপক, সংশ্লিষ্ট উপমহাব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

 

করপোরেট খবর

ব্র্যাক ব্যাংক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩০০ নারী শিক্ষার্থীকে অপরাজেয় তারা শিক্ষাবৃত্তি দেবে ব্র্যাক ব্যাংক। এসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব ট্রেজারি অ্যান্ড ফিন্যানশিয়াল ইনস্টিটিউশনস মো. শাহীন ইকবাল ও বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম নসরুল কাদির এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান।

সংবাদ বিজ্ঞপ্তি

 

করপোরেট খবর

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক : মিরপুরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৩২তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী এবং টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম। সভাপতিত্ব করেন ব্যাংকের এমডি ও সিইও তারিক মোর্শেদ। সংবাদ বিজ্ঞপ্তি

 

প্রাসঙ্গিক
মন্তব্য

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

এনসিসি ব্যাংকের নতুন এএমডি খোরশেদ আলম

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
এনসিসি ব্যাংকের নতুন এএমডি খোরশেদ আলম
খোরশেদ আলম

এনসিসি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দিয়েছেন এম খোরশেদ আলম। এর আগে তিনি ইষ্টার্ণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, প্রধান ঝুঁকি কর্মকর্তার দায়িত্বসহ প্ল্যানিং, স্ট্র্যাটেজি ও গভর্ন্যান্স বিভাগের নেতৃত্বে ছিলেন। খোরশেদ আলম ৩০ বছরের অভিজ্ঞতাসমৃদ্ধ একজন পেশাদার ব্যাংকার। তিনি তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে রিটেইল ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, এসএমই ঝুঁকি এবং স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট, ট্রেনিং ইনস্টিটিউটসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব পালন করেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ