<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ব্যাংকার মো. রাফাত উল্লা খান। ব্যাংকিং খাতে তাঁর ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদানের আগে তিনি এনসিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), সিআরও ও ক্যামেলকো  হিসেবে কর্মরত ছিলেন। রাফাত উল্লা খান ১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংকের প্রথম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন।</span></span></span></span></p>