<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) কর্মজীবী কল্যাণ সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মদ কামাল হোসেন তালুকদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ রাকিব। গতকাল বৃহস্পতিবার আইএমইডির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মো. মশিউর রহমান খান মিথুন। সভাপতি মুহাম্মদ কামাল হোসেন তালুকদার, আইএমইডির পরিচালক হিসেবে কর্মরত আছেন এবং সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ রাকিব ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে আইএমইডিতে কর্মরত। সভায় উপস্থিত সদস্যরা নতুন কমিটির প্রতি শুভকামনা জ্ঞাপন করেন এবং সমিতির কার্যক্রম আরো গতিশীল করার আহবান জানান।</span></span></span></span></p>