ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৮ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬

ঢাকা, রবিবার ২৩ মার্চ ২০২৫
৮ চৈত্র ১৪৩১, ২২ রমজান ১৪৪৬
বিশ্ববাণিজ্য

এশিয়ায় স্পট এলএনজির দাম দুই মাসে সর্বোচ্চ

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
এশিয়ায় স্পট এলএনজির দাম দুই মাসে সর্বোচ্চ

ইউরোপের বাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বৃদ্ধির প্রভাব পড়েছে এশিয়ার বাজারেও। পর্যাপ্ত মজুদ থাকলেও এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দাম দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। উত্তর-পূর্ব এশিয়ায় মার্চ মাসের সরবরাহের চুক্তির ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য গত সপ্তাহে ছিল ১৪ ডলার ৯০ সেন্ট, যা ডিসেম্বরের শুরুর পর সর্বোচ্চ। তার আগের সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল ১৩ ডলার ৮০ সেন্ট।

ইউরোপের বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম গত সপ্তাহে ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, শীতকালে এমনিতে এলএনজির ব্যবহার বাড়ে। সেই সঙ্গে মজুদ কমে যাওয়ার কারণেও এলএনজির দাম বেড়েছে।

বিশ্লেষকরা বলেন, ইউরোপে এখনো এলএনজি কেনাবেচা বাড়ছে।

গত কয়েক বছরের তুলনায় এবার ইউরোপে ঠাণ্ডা বেশি পড়া এবং গত দুই সপ্তাহে মজুদ থেকে ব্যবহার বাড়ছে, আগামী দুই সপ্তাহ এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা আছে। তাই মজুদ পূরণে ভবিষ্যতে আমদানি বাড়াতে পারে দেশগুলো।

কেপলারের এলএনজি অ্যান্ড ন্যাচারাল গ্যাস অ্যানালিস্ট গো কাতায়ামা বলেন, ‘তাপমাত্রা কমে যাওয়া এবং অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার দুটি প্রকল্প থেকে সরবরাহ ব্যাহত হওয়ার কারণে চলতি সপ্তাহে এলএনজির দাম বেড়েছে। সামনের দিনগুলোতে উত্তর-পূর্ব এশিয়ায় চাহিদা বৃদ্ধির সম্ভাবনা কম।

জাপান ও দক্ষিণ কোরিয়ায় পর্যাপ্ত মজুদ আছে। এ ছাড়া পূর্বাভাস অনুযায়ী মার্চে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা বেশি থাকতে পারে—এমন সম্ভাবনা ৫০ থেকে ৬০ শতাংশ।

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস গত বৃহস্পতিবার মার্চ মাসে সরবরাহ হবে এই চুক্তিতে নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) বাজার মানদণ্ডে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১৫ ডলার ৯৬ সেন্টে। এ ছাড়া একই মাসের সরবরাহ চুক্তিতে টিটিএফে প্রতি এমএমবিটিইউ এলএনজিতে ৫৫ সেন্ট ছাড় দেওয়া হয়েছে।

আরগাস প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১৬ ডলার ৯ সেন্ট।

অন্যদিকে স্পার্ক কমোডিটিজ ফেব্রুয়ারির সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে প্রায় ১৬ ডলার।

ব্রেইনচাইল্ড কমোডিটি ইন্টেলিজেন্সের বাজার বিশ্লেষক ক্লাস ডোজেম্যান বলেন, ‘এশিয়ার বাজার এখনো শিথিল বলেই মনে হচ্ছে। চীনা ব্যবসায়ীরা চান্দ্র নববর্ষের কারণে আগামী সপ্তাহ পর্যন্ত বেচাকেনা করবেন না। এ ছাড়া এশিয়ার দেশগুলোতে ঠাণ্ডা আবহাওয়া আরো কিছুদিন থাকতে পারে, মজুদও আছে পর্যাপ্ত।’

এদিকে এলএনজি পরিবহন ব্যয় এখনো রেকর্ড পরিমাণ কম। স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানান, গত শুক্রবার আটলান্টিক মহাসাগর পথে এলএনজির পরিবহন ব্যয় কমে দৈনিক ৩ হাজার ৭৫০ ডলারে নেমে এসেছে। প্রশান্ত মহাসাগর পথে তা কমে দৈনিক ৯ হাজার ৭৫০ ডলারে নেমে এসেছে। সূত্র : বিজনেস রেকর্ডার

 

মন্তব্য

সম্পর্কিত খবর

বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

শেয়ার

মুদ্রাবাজার

শেয়ার

করপোরেট খবর

শেয়ার
করপোরেট খবর

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন। সভায় শরিয়াহ সুপারভাইজরি কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর রফীক, সদস্যসচিব অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

প্রাইম ব্যাংক : দাতব্য কাজ পরিচালনা করতে ঢাকা আহছানিয়া মিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক।

প্রাইম ব্যাংকের ডিএমডি মো. নাজিম এ চৌধুরী ও ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ারসহ অন্যরা। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

ওয়ালটন : ওয়ালটনের ডিপ ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন সিলেটের কানাইঘাটের কাওসার আহমেদ। এর আগে সিজন-২২-এ ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হয়েছেন ফরিদপুরের কলেজ শিক্ষার্থী রাসেল ফকির, নেত্রকোনার খোকন মিয়া ও ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী আলী মর্তুজা।

সিলেটের কানাইঘাটে ওয়ালটন প্লাজা সংলগ্ন মাঠে কাওসারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/21-03-2025/2/kalerkantho-ib-7a.jpg

শাহ্জালাল ইসলামী ব্যাংক : শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৩৯২তম সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ এতে সভাপতিত্ব করেন। এ সময় ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, মো. আব্দুল বারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তি

প্রাসঙ্গিক
মন্তব্য

ইফতার ও সাহরি ফেস্ট করবে ফুডি

বাণিজ্য ডেস্ক
বাণিজ্য ডেস্ক
শেয়ার
ইফতার ও সাহরি ফেস্ট করবে ফুডি

বাংলাদেশের ফুড ডেলিভারিভিত্তিক ফুডি অ্যাপ একটি ব্যতিক্রমধর্মী ফেস্টিভাল আয়োজন করতে যাচ্ছে। যার নাম হবে ফুডি ইফতার ও সাহরি ফেস্ট ২০২৫। এই ফেস্ট আগামী ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে বিরতিহীনভাবে রাত ১১টা পর্যন্ত রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ মাঠে অনুষ্ঠিত হবে। এই মেলার মাধ্যমে পবিত্র রমজান মাসে নানাবিধ আয়োজনের সমাহার নিয়ে উপস্থিত থাকবে নতুন, পুরান ঢাকার রেস্টুরেন্টগুলোর মধ্যে প্রায় ৩০টি স্টল।

একই ভেন্যুতে পছন্দের সব ধরনের খাবারসামগ্রী পেতে সহায়তা করবে এই ব্যতিক্রমধর্মী মেলা।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ