হাতে ও মেশিনে তৈরি বিস্কুটের ওপর বর্ধিত ভ্যাট কমিয়েছে সরকার। ১৫ শতাংশ ভ্যাট অর্ধেক কমিয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করেছে। গত বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার।
এ তালিকায় রয়েছে বেকারি পণ্যে বিস্কুট ও কেক। এসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্য হিসেবে বিস্কুটে ভ্যাট বসানোয় সমালোচনা হয়। এর পরই বিস্কুট থেকে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গত জানুয়ারিতে মেশিনে প্রস্তুত করা বিস্কুটে ১০ শতাংশ ভ্যাট বাড়িয়ে ১৫ শতাংশ করে সরকার। এ ছাড়া হাতে তৈরি বিস্কুটের (প্রতি কেজি ২০০ টাকা মূল্যমানের ঊর্ধ্বে) ভ্যাট ১০ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করে। এ ছাড়া ইন্টারনেট, ফলের জুস, কলরেটসহ শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ায় সরকার।
তবে ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে ১০ পণ্য ও সেবায় ভ্যাট-শুল্ক প্রত্যাহার করে সরকার।
এরপর প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে ভ্যাট ও শুল্ক কমাতে এনবিআরকে একাধিকবার তাগিদ দেয় বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা)।