হাদিসের বর্ণনায় চাশতের নামাজ
আবদুল্লাহ ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) সূর্য হেলার পর থেকে জোহরের আগ পর্যন্ত চার রাকাত সালাত আদায় করতেন এবং বলতেন, এ সময় আকাশের দরজা খুলে দেওয়া হয়। আমার একান্ত ইচ্ছা, এ সময় আমার কোনো সৎ কাজ আল্লাহর দরবারে পৌঁছাক। (তিরমিজি, হাদিস : ৪৭৮; শরহুস সুন্নাহ, হাদিস : ৭৯০)
শরিফ আহমাদ
সম্পর্কিত খবর