<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল বিতর্কে গত মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় গতকাল বুধবার সকাল ৭টা) প্রথমবারের মতো মুখোমুখি হন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৯০ মিনিটের এই বিতর্কে কে জিতলেন, তা নিয়ে চলছে জল্পনা। বিভিন্ন জনমত জরিপ বলছে, বিতর্কে কমলা স্পষ্টভাবে জয়ী হয়েছেন। যদিও ট্রাম্পের দাবি, কমলা বাজেভাবে হেরেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফিলাডেলফিয়ায় মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি আয়োজিত বিতর্কের মঞ্চে এদিন ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন কমলা। তবে কমলার একের পর এক ব্যক্তিগত আক্রমণে উত্তপ্ত হয়ে ওঠে বিতর্কের মঞ্চ। এদিন অর্থনীতি, স্বাস্থ্যসেবা, গর্ভপাতের অধিকার, অভিবাসন, ইসরায়েল-হামাস যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আফগানিস্তান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বিতর্ক করেন দুই প্রার্থী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাম্পের নির্বাচনী সমাবেশে লোকসংখ্যা, ক্যাপিটল হিলে দাঙ্গায় ভূমিকা এবং ট্রাম্পের প্রশাসনে কাজ করা লোকজনের পরবর্তী সময়ে তাঁর সমালোচক হয়ে ওঠা নিয়ে আক্রমণ করেন কমলা। এতে কার্যত রক্ষণাত্মক অবস্থানে যেতে বাধ্য হন ট্রাম্প।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাম্পের নির্বাচনী সমাবেশ নিয়ে কমলা বলেন, একঘেয়েমি ও ক্লান্তির কারণে লোকজন ট্রাম্পের সমাবেশ থেকে তাড়াতাড়ি চলে আসে। এতে ক্ষুব্ধ ট্রাম্প সীমান্ত ও অভিবাসন নিয়ে কমলাকে আক্রমণ করেন। অর্থনীতি ও মুদ্রাস্ফীতি নিয়েও সোচ্চার হন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অর্থনীতি ও বেকারত্ব নিয়ে ট্রাম্পকে আক্রমণ করে কমলা বলেন, ক্ষমতা ছেড়ে যাওয়ার সময় যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানকে খুবই বাজে অবস্থায় রেখে যান ট্রাম্প। ১৬ জন নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেছেন, ট্রাম্পের নীতি বাস্তবায়িত হলে আগামী বছরের মধ্যে মন্দা শুরু হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমলার অভিযোগ, আমেরিকানদের জন্য ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই। কারণ তিনি মার্কিন জনগণের খোঁজ নেওয়ার চেয়ে নিজেকে রক্ষায় বেশি আগ্রহী। ট্রাম্প আগের মতো ধনকুবের ও করপোরেশনগুলোকে করছাড় দেবেন বলেও অভিযোগ করেন তিনি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জবাবে ট্রাম্প বলেন, কমলার নিজস্ব কোনো পরিকল্পনা নেই। তিনি কেবল বাইডেনের পরিকল্পনাই সামনে আনছেন। এ ছাড়া ভর্তুকির অর্থ দিয়ে মানুষের কর কমানোর কথা বলেন ট্রাম্প।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গর্ভপাতের অধিকার প্রসঙ্গে ট্রাম্প বলেন, নারীদের গর্ভপাতের অধিকারের বিষয়টি নিষ্পত্তির অধিকার অঙ্গরাজ্য পর্যায়ে ফিরিয়ে আনতে সহায়তা করব। জবাবে কমলা বলেন, ট্রাম্পের আমলে সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়া বিচারপতিরাই গর্ভপাতের ফেডারেল অধিকার বাতিল করেছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজা যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমলা ইসরায়েলকে ঘৃণা করেন। কমলা প্রেসিডেন্ট হলে দুই বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধই হতো না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Arial Unicode MS Bold"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযোগ অস্বীকার করে কমলা বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে অবিলম্বে এই যুদ্ধের অবসান ঘটাতে হবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে কমলা বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিয়েভে বসে ইউরোপের বাকি অংশে নজর দিতেন। স্বৈরশাসক পুতিন সহজেই ট্রাম্পকে কবজা করে ফেলবেন। এ সময় ট্রাম্প বলেন, তিনি যুদ্ধের অবসান চান। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের তুলনায় খুবই কম অর্থ দিচ্ছে ইউরোপ।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিতর্কের এক পর্যায়ে পরস্পরকে ব্যক্তিগত আক্রমণ করেন কমলা ও ট্রাম্প। ট্রাম্প বলেন, বাইডেন-কমলা হলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। অন্যদিকে কমলা বলেন, ট্রাম্পকে নিয়ে বিশ্বনেতারা হাসাহাসি করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোন প্রার্থী নিজের শক্তিশালী দিক থেকে সুবিধা আদায়ের পাশাপাশি দুর্বল দিক মোকাবেলা করতে পেরেছেন, তার ওপর বিতর্কের ফল নির্ধারিত হলে গত মঙ্গলবারের বিতর্কের ফল কমলার পক্ষেই থাকবে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিতর্কটি সরাসরি দেখেছে, এমন ব্যক্তিদের ওপর চালানো সিএনএনের জরিপ বলছে, হ্যারিস ভালো করেছেন। সরাসরি সম্প্রচার প্রত্যক্ষ করা ৬০০ জন নিবন্ধিত ভোটারের ৬৩ শতাংশ হ্যারিসকে জয়ী হিসেবে দেখছে। এ ছাড়া ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত ফক্স নিউজ কয়েকজন বিশ্লেষকের বরাতে বলেছে, বিতর্কে কমলা ভালো করেছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাম্পের প্রচারশিবিরের অভিযোগ, ট্রাম্পকে ঘায়েল করতে একযোগে কাজ করেছেন কমলা ও বিতর্কের সঞ্চালকরা। তবে কমলার প্রচারশিবির বলছে, বিতর্কে পুরোপুরি অসংলগ্ন ছিলেন ট্রাম্প। সূত্র : বিবিসি, আলজাজিরা</span></span></span></span></p>