<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ১৬ দিন বাকি। সিদ্ধান্তহীন ভোটারদের মন জয় করতে দোদুল্যমান অঙ্গরাজ্য চষে বেড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। গত শুক্রবার গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্য মিশিগানে সমাবেশ করেছেন দুজন। এ সময় ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য এবং দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হলে হোয়াইট হাউসের দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন কমলা হ্যারিস। জবাবে কমলাকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন ট্রাম্প।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="পরস্পরকে আক্রমণ ট্রাম্প-কমলার" height="190" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/20-10-2024/8899.jpg" style="float:left" width="342" />সম্প্রতি ৭৮ বছর বয়সী ট্রাম্প এনবিসি, সিএনবিসি ও সিবিএস নিউজের মতো গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার বাতিল করেছেন। কমলার সঙ্গে প্রথম মুখোমুখি বিতর্কে ধরাশায়ী হওয়ার পর দ্বিতীয় বিতর্কে অংশ নিতে ট্রাম্প অস্বীকৃতি জানিয়েছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পলিটিকো বলছে, ট্রাম্পের এক সহযোগী একটি সাক্ষাৎকার নিয়ে আলোচনার সময় একটি ওয়েবসাইটের কর্মকর্তাদের বলেছেন যে সাবেক প্রেসিডেন্ট ক্লান্ত এবং কয়েকটি সাক্ষাৎকার প্রত্যাখ্যান করেছেন। তবে এই দাবিকে বাস্তবতা বিবর্জিত আখ্যা দিয়েছে ট্রাম্পের প্রচারশিবির।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে সম্প্রতি ৬০ বছরে পা রাখা কমলা ট্রাম্পের স্বাস্থ্য ও সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গত শুক্রবার মিশিগানে এক জনসভায় কমলা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপনি (ট্রাম্প) যদি প্রচারাভিযানের সময় ক্লান্ত হয়ে পড়েন, তাহলে বিশ্বের সবচেয়ে কঠিন কাজের (মার্কিন প্রেসিডেন্ট) জন্য আপনি উপযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন উঠবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প খুব কম সময়ই নিষ্ক্রিয় ছিলেন। বেশির ভাগ সময় বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। যদিও সমালোচকরা বলছেন, ওই সব গণমাধ্যমে খুব বেশি প্রশ্নের মুখে পড়েননি ট্রাম্প।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কমলার সমালোচনার জবাবে ট্রাম্প বলেছেন, তিনি কোনো সাক্ষাৎকার বাতিল করেননি। একই সঙ্গে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলাকে পরাজিত আখ্যা দিয়ে তিনি বলেন, একটি খরগোশের মতো শক্তিও নেই কমলার।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিশিগানের ডেট্রয়েটে এক সমাবেশে ট্রাম্প বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন থেকে ৪৮ দিন ধরে আমি বিশ্রামহীন চলছি। আমি একটুও ক্লান্ত নই। আমি খুবই উচ্ছ্বসিত। কেন জানেন? আমরা তাঁকে (কমলাকে) ভোটে শেষ করছি। কারণ আমেরিকার মানুষ তাঁকে চায় না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে অকল্যান্ড কাউন্টিতে বক্তব্য দেওয়ার সময় ভোটারদের সতর্ক করে কমলা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিশিগানের জনগণকে আগের মতোই ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হয়তো আশা করছেন যে শেষবার তিনি আপনাদের যেভাবে হতাশ করেছিলেন, তা আপনারা ভুলে গেছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, জাতীয় পর্যায়ে ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন কমলা। তবে মিশিগানে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। দুই প্রার্থীই গুরুত্বপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো, বিশেষ করে যেখানে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে, সেখানে প্রচারে ব্যস্ত সময় পার করছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় এক কোটি ২০ লাখ আগাম ভোট পড়েছে বলে জানিয়েছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাব। সূত্র : এএফপি</span></span></span></span></span></p>