<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এইচএসসির ফল পুনর্মূল্যায়নের দাবিতে গতকাল বুধবার পুলিশি বাধা উপেক্ষা করে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। পরে পুলিশ ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া এবং লাঠিপেটা করে সচিবালয় এলাকা থেকে সরিয়ে দেন। ৫৪ জন শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা। এর আগে গত ২০ আগস্ট এসএসসির ফলের সঙ্গে সমন্বয় করে এইচএসসির ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেন এইচএসসির পরীক্ষার্থীরা। ওই সময় তাঁদের দাবি মেনে নিয়েছিল সরকার।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করেন। সচিবালয়ের ১ নম্বর গেটে গাড়ি প্রবেশের সঙ্গে সঙ্গে প্রথম দফায় হুড়মুড় করে একসঙ্গে অন্তত ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী ঢুকে পড়েন। এ সময় গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের অনেককে ধাক্কা দিয়ে ফেলে দেন শিক্ষার্থীরা। তারপর স্লোগান দিতে দিতে অন্যরা সচিবালয়ে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ৬ নম্বর ভবনের নিচে মূল ফটকের সামনে শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এই ভবনে শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত। এ সময় সেখানে প্রচুরসংখ্যক পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের দেখা যায়। শিক্ষার্থীরা </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">উই ওয়ান্ট জাস্টিস</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তুমি কে আমি কে ছাত্র-ছাত্র</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> ইত্যাদি স্লোগান দেন। এতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিকেল সোয়া ৩টার দিকে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে শিক্ষার্থীদের লাঠিপেটা করে। এতে শিক্ষার্থীরা মুক্তাঙ্গনের দিকের গেটের ওদিকে ছুটে যান। কিন্তু গেট বন্ধ থাকায় তাঁরা বের হতে পারেননি। তাঁরা এদিক-সেদিক ছুটাছুটি করেন। এ সময় সেখানে দায়িত্ব পালনরত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা প্রথমে তাঁদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তাঁরা সরে না যাওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। এ সময় তাঁদের লাঠিপেটাও করা হয়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিকেল ৪টার দিকে তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। সচিবালয়ের ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে পুলিশকে অর্ধ শতাধিক শিক্ষার্থীকে দুটি প্রিজন ভ্যানে তুলে নিয়ে যেতে দেখা যায়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীদের অনেকে কালের কণ্ঠকে বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। শিক্ষা বোর্ড থেকে কাউকে ভালো ফল দেওয়া হয়েছে, আর কাউকে দেওয়া হয়েছে খারাপ। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক। এটাই আমাদের দাবি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এ ব্যাপারে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম কালের কণ্ঠকে জানান, সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় মোট ৫৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকালের এই ঘটনায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়কে নিরাপত্তাহীন বলে মনে করছেন সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা। নাম প্রকাশ না করে তাঁদের অনেকে বলেন, এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সচিবালয়ে হুটহাট ঢুকে পড়ছেন। কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকলেও কিভাবে একটি স্পর্শকাতর স্থাপনায় সাধারণ শিক্ষার্থীরা প্রবেশ করেন? নজিরবিহীনভাবে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষার্থীরা। তাহলে সচিবালয়ের নিরাপত্তা কোথায়? এভাবে আর কত দিন? </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয়, ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয়, ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না।</span></span></span></span></span></p> <p> </p>