<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চুরির অভিযোগে হেলাল মিয়া (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা-বাগানে এ ঘটনা ঘটে। হেলাল মিয়া উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের দাতারি গ্রামের বাসিন্দা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে মধ্য জাফলং চা-বাগানে গরু চুরির অভিযোগে ইসলামপুর গাংপার গ্রামের মনির মিয়ার ছেলে মোশাররফ হোসেন, আমির উদ্দিন, একই গ্রামের আব্দুল খালিকের ছেলে সালাম ও তাঁদের সহযোগীরা হেলালকে ধরে নিয়ে যান। পরে তাঁকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। এ সময় দুই লিটার পানির বোতলে চুন ও বালু মিশিয়ে তা পান করানো হয় হেলালকে। এক পর্যায়ে হেলাল জ্ঞান হারালে তাঁকে মধ্য জাফলং ইউনিয়ন কার্যালয়ে নেওয়া হয়। রাতভর সেখানে দফায় দফায় মারধর করা হয়। গতকাল বুধবার ভোরে স্বজনরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হেলালের মৃত্যু হয়। স্বজনরা জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত বমির পাশাপাশি অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পুলিশ সময়মতো ব্যবস্থা নিলে হেলালকে বাঁচানো যেত। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্ত হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জড়িতদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি সিআইডি অভিযান চালাচ্ছে জানিয়ে ওসি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ করা হয়নি। তবে আমরা কিছু ভিডিও ফুটেজ পেয়েছি। সেটি ধরে অপরাধীদের ধরতে আমরা অপারেশনে আছি। শুনেছি, হেলালকে এক ব্যক্তি চুন ও বালু মিশ্রিত পানি জোর করে খাইয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>