<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান করে এবং উপসচিব পদে সব ধরনের কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষা ক্যাডারের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন সরকারি কলেজের সামনে ও শিক্ষা সংক্রান্ত অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মানববন্ধনে বক্তারা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২৬টি ক্যাডারের মধ্যে নির্দিষ্ট একটি ক্যাডার বিগত সরকারকে সাড়ে ১৬ বছর ক্ষমতায় টিকিয়ে রেখেছে। তারা আবার মাথাচাড়া দিয়ে উঠে অন্য ক্যাডারগুলোর ওপর কর্তৃত্ব প্রদান করার পরিকল্পনা নিয়েছে। আমাদের দাবি হলো, প্রতিটি ক্যাডার তাদের নিজস্ব মন্ত্রণালয় পরিচালনা করবে। শিক্ষা ক্যাডার শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করবে, স্বাস্থ্য ক্যাডার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালনা করবে। এভাবে মন্ত্রণালয় ভালো চলবে। কারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা শিক্ষার ক্ষেত্রে যতটা দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন, অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা ততটা নন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে গত মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশে বিসিএস শিক্ষা ক্যাডারকে কাঠামোর বাইরে রাখার প্রস্তাব প্রত্যাখ্যান করে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। একই সঙ্গে তারা ১৫ দফা দাবি তুলে ধরে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজিব উদ্দিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের প্রত্যাশা ছিল, জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৬ ক্যাডারের মধ্যে বিরাজিত বৈষম্যগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ৪০ বছর ধরে জমে থাকা সংকটগুলো থেকে বের হয়ে আসার সুযোগ পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ শিক্ষা ক্যাডারের ১৬ হাজার কর্মকর্তাকে তীব্রভাবে আহত করেছে। আমরা এজাতীয় উদ্যোগের নিন্দা জানাই এবং সংস্কারের নামে এ ধরনের আত্মঘাতী পরিকল্পনা থেকে সরে আসার অনুরোধ করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষা ক্যাডারের ১৫ দফা দাবির মধ্যে রয়েছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিসিএস সাধারণ শিক্ষাকে ক্যাডারবহির্ভূত করার পরিকল্পনা ও উদ্যোগ থেকে সরে আসার সুস্পষ্ট ঘোষণা, সব ধরনের কোটাবৈষম্য তুলে দিয়ে মেধার ভিত্তিতে সরকারের উপসচিব পদে যোগদান নিশ্চিত করা, মন্ত্রণালয়সহ ক্যডারসংশ্লিষ্ট সব পদে নিজ নিজ ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন, শিক্ষা ক্যাডারে ছয় স্তরের পদসোপান প্রতিষ্ঠা, অধ্যাপক পদকে তৃতীয় গ্রেডে উন্নীত ও আনুপাতিক হারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের পদ সৃষ্টি; অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের প্রাধিকারের ভিত্তিতে গাড়ি প্রদান; ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে শিক্ষা ক্যাডারের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>