বিকেল ৫টা ১০ মিনিট। রাজধানীর রামপুরা সেতু। কোনো গাড়ি একচুলও নড়ছে না। যানজটে আটকে থেকে অনেক চালক গাড়ির ইঞ্জিন পর্যন্ত বন্ধ করে দেন।
যানজটে স্থবির সড়ক, যাত্রীর চাপে বন্ধ মেট্রো রেল
নিজস্ব প্রতিবেদক

রাইদা বাসের যাত্রী তারেক রহমান বলেন, ‘৩টার দিকে বাসাবো থেকে বাসে উঠেছি। আড়াই ঘণ্টায়ও বাড্ডা পৌঁছতে পারলাম না।
কথা হলে অনাবিল বাসের যাত্রী মো. জুয়েল হাওলাদার বলেন, প্রয়োজনে বাসেই কিছু একটা মুখে দিয়ে ইফতার করে নেব।
এদিকে গতকাল মঙ্গলবার বিকেল ৪টা ৩৮ মিনিট থেকে প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। ইফতারের আগে ঘরে ফেরার তাড়া থাকায় ওই সময়ে মেট্রোর স্টেশনগুলোতে যাত্রীর ঢল ছিল।
ট্রেন বন্ধ হওয়ায় বৃষ্টির মধ্যে হাজার হাজার যাত্রী দুর্ভোগ পোহায়।
স্টেশনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কারিগরি ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে মেট্রো রেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কম্পানি ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিকের ভাষ্য, কারিগরি ত্রুটি নয়, যাত্রীদের বিশৃঙ্খলার কারণে ট্রেন বন্ধ হয়েছিল।
এম এ এন ছিদ্দিক বলেন, সচিবালয় স্টেশনের প্ল্যাটফরম-২-এ উত্তরাগামী ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীর ভিড় ছিল। কিছুসংখ্যক যাত্রী ট্রেনে উঠতে প্ল্যাটফরমের দরজা আটকে দাঁড়ায়। তাদের কারণে দরজাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হচ্ছিল না। মেট্রো রেলের ট্রেনের ও প্ল্যাটফরমের দরজা স্বয়ংক্রিয়ভাবে তিনবার বন্ধ হওয়ার চেষ্টা করে। মাঝখানে প্রতিবন্ধকতা থাকলে বন্ধ হয় না। তিনবারের চেষ্টায় বন্ধ না হলে দরজা খোলা থাকে। দরজা খোলা থাকলে ট্রেন চলে না।
এই পরিস্থিতির জন্য যাত্রীদের অসচেতনতাকে দায়ী করেছেন তিনি। কিছু যাত্রী চেষ্টা করেছে অন্যদের দরজা থেকে সরাতে। তারা সরেনি। রমজানের কারণে মেট্রো রেল কর্তৃপক্ষ কঠোর হচ্ছে না। রোজার পর এমন বিশৃঙ্খলা অব্যাহত থাকলে গ্রেপ্তার করা হবে; যেমন ঘুড়ি ওড়ানোর কারণে গ্রেপ্তার করা হয়েছিল।
সচিবালয় স্টেশনে সমস্যার কারণে বাকি ১৬ স্টেশনেও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। থেমে থাকা ট্রেনগুলোতে হাজার হাজার যাত্রী ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানিয়েছে, ১০ থেকে ২০ মিনিটের পথ পাড়ি দিতে ট্রেনে বা স্টেশনে আধাঘণ্টা বসে থাকতে হয়েছে।
ট্রেন চলাচল বন্ধ হওয়ায় অনেক র্যাপিড ও এমআরটি পাসধারীর বের হওয়ার জন্য মেশিন ‘জিরো ব্যালান্স’ করে দেওয়া হয়। পাশাপাশি যাঁরা সিঙ্গল ট্রিপের জন্য টিকিট কেটেছিলেন, তাঁদের টাকা ফেরত দেওয়া হয়।
সম্পর্কিত খবর

ট্রেনের ছাদ থেকে পড়ে দুই বন্ধুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল বুধবার দুপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কাইয়ুম ও তারেক নামের দুই বন্ধু নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন আরো তিনজন। কাইয়ুম কুমিল্লার দেবীদ্বার উপজেলার করিম মিয়ার ছেলে এবং তারেক ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গুরুহিত গ্রামের নজরুল মিয়ার ছেলে। আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সাতক্ষীরায় বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে বিষাক্ত মদপান করে অসুস্থ হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরো ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে একজন এবং গতকাল বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। অসুস্থ ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি চারজনকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই : এনসিপি
নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে নেই বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ অবস্থায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে ও অস্থির করে তুলছেন বলেও অভিযোগ তাদের। গতকাল বুধবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তরে সংযুক্ত) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়। বিবৃতিতে বলা হয়, গত ৩০ মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জে স্থানীয় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে হামলার শিকার হন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মাহিরের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা।

উখিয়ায় ক্রিস্টাল মেথসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় ক্রিস্টাল মেথ ও অস্ত্রসহ মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, মঙ্গলবার রাতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফির বিল এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে উখিয়ার চিহ্নিত মাদক কারবারি ইমাম হোসেনকে আটক করা হয়।