<div style="background:#eeeeee;border:1px solid #cccccc;padding:5px 10px;"><strong><span style="color:#e74c3c;"><span style="font-size:11pt"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের নিজের এলাকা নিয়ে ভাবনাগুলো তুলে ধরছে কালের কণ্ঠ</span></span></span></span></span></span></span></strong></div> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাবেক প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান ও নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান হেলালকে বিপুল ভোটে পরাজিত করে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রশীদ। তিনি তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি এবং জামালপুর জেলা ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য।</span></span></span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জামালপুর-৪ আসন সরিষাবাড়ী উপজেলা নিয়ে গঠিত। দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়ে প্রথম অধিবেশন বক্তব্যেই সংসদ সদস্য আবদুর রশীদ উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা-ডাকাতিয়া মেন্দা এলাকায় যমুনা নদীর ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ আনার দাবি তুলে ধরেছেন। আবদুর রশীদ এমপি নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়ে কালের কণ্ঠর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে আমার প্রথম অগ্রাধিকার। এরই মধ্যে প্রায় ৪৩টি কাঁচা রাস্তার কাজ শেষের দিকে। উপজেলার পিংনার নলসন্ধ্যা ও ডাকাতিয়া মেন্দার চরাঞ্চলে রাস্তা না থাকায় উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন। এখানে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটি সড়ক নদীর পার পর্যন্ত নির্মাণের আলোচনা চলছে। এ ছাড়া যমুনা নদীর বাঁ-তীর সংরক্ষণের জন্য ২০০ কোটি টাকার ব্যয়ে একটি বেড়িবাঁধসহ কিছু উন্নয়নমূলককাজের উদ্যোগ নেওয়া হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:.1pt">তিনি আরো বলেন, এ অঞ্চলের মানুষের প্রাণের দাবি সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যাত্রীদের পারাপারের জন্য একটি ফুট ওভারব্রিজ নির্মাণ। এরই মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে স্টেশন এলাকা তাঁরা পরিদর্শন করে নকশা তৈরি করে নিয়ে যান। এখন দরপত্র আহবান করলেই কাজ শুরু হবে। এ উপজেলায় ৫০ শয্যার একটা হাসপাতালে রয়েছে। এখানে রোগীর চিকিৎসাসেবা দিতে প্রতিদিন কর্তৃপক্ষের হিমশিম খেতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীতকরণে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="letter-spacing:.1pt">’</span></span></span></span></span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংসদ সদস্য আবদুর রশীদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গরিব ও অসহায় ছাত্রদের শিক্ষা সহায়তা দিয়ে যাচ্ছি। বেকারত্ব কমিয়ে আনার জন্য বন্ধ হওয়া বিভিন্ন পাটকল ও যমুনা সার কারখানা চালু করে এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></span></span></p> <p style="text-align:justify"> </p>