<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ঢাকা থেকে ত্রাণ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় হেলিকপ্টারযোগে দীঘিনালায় এই ত্রাণ পৌঁছে। গতকাল সোমবার দুপুরে স্কয়ারের একটি হেলিকপ্টার ত্রাণ নিয়ে উপজেলার মেরুং ইউনিয়নের চোংড়াছড়ি সেনা ক্যাম্পের হেলিপ্যাডে ল্যান্ড করে। ত্রাণ সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব মাসুদের নেতৃত্বে হেলিকপ্টারযোগে দীঘিনালায় ত্রাণসামগ্রী পাঠানো হয়।</span></span></span></span></p> <p style="text-align:left"> </p>