<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তর সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে। আগামীকাল শুক্রবার পূর্বমধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাবে আবার বৃষ্টি বাড়বে কি না তা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আজ বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামীকাল শুক্রবারও সারা দেশে বৃষ্টিপাত কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আজ ও আগামীকাল বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাবে বৃষ্টি বাড়বে কি না তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। সম্ভাব্য লঘুচাপটি যদি ভারতের পশ্চিমবঙ্গের দিকে যায় তাহলে তেমন বৃষ্টি হবে না।</span></span></span></span></p>