<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হেমন্তেই উত্তরের জেলা পঞ্চগড়ে দেখা দিয়েছে শীত। দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। দিনের রোদের তাপ থাকলেও সন্ধ্যা নামতেই তৈরি হচ্ছে শীতের আবহ। রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। কখনো ঘন আবার কখনো হালকা কুয়াশার চাদরে ঢাকা থাকছে পথঘাট। গতকাল রবিবার পঞ্চগড়ে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল ৮টা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল বিস্তীর্ণ জনপদ। তবে হেমন্তের এই শীত উপভোগের হলেও সামনের দিনে শীতের তীব্রতা বাড়লে তা নিম্ন আয়ের মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।  তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, রবিবার এই মৌসুমে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা বেড়েছে। নদী অববাহিকা এলাকাগুলোতে সামনের দিনেও কুয়াশা থাকবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>