<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে ঢাকা মহানগর ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সঙ্গে সেনাবাহিনীর একটি প্রতিনিধিদলের মতবিনিময়সভা হয়েছে। গতকাল সোমবার ব্রিগেডিয়ার জেনারেল শরিফ মোহাম্মদ মেহেদী হাসান আল-আমিনের নেতৃত্বে এই প্রতিনিধিদল ডিএমপি সদর দপ্তরে এই মতবিনিময়সভা করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান। প্রতিনিধিদলের সদস্যরা ডিএমপি ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তাসংক্রান্তে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেই সম্পর্কে ডিএমপি কমিশনারের সঙ্গে আলাপ করেন। ডিএমপি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিট জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের মূল কাজ হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ট্রাফিক কন্ট্রোল। এটা ডিএমপির বড় চ্যালেঞ্জ।</span></span></span></span></p> <p> </p>