শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, শিশুশ্রম থাকলে শিশুদের বিকাশ হওয়ার সুযোগ থাকে না। শিশুশ্রম শিশুদের বিকাশিত হওয়ার পথে প্রধান বাধা।
গতকাল বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সফিকুজ্জামান এ কথা বলেন। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সফিকুজ্জামান বলেন, আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আমাদের শিশুশ্রম নিষিদ্ধ হওয়ার কথা। কিন্তু আমাদের দেশে এখনো তা পুরোপুরি বন্ধ হয়নি। শিশুশ্রম শূন্যের কোঠায় আনতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ বলেন, সরকারের একক প্রচেষ্টায় শিশুশ্রম নিরসন সম্ভব নয়।
সব রাজনৈতিক দল, বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সংগঠনসহ সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত প্রয়াস প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশে শিশুশ্রম নিরসনের নামে বিভিন্ন প্রকল্পে গত ১৫ বছরে দেশি-বিদেশি অনেক অর্থ ব্যয় করা হয়েছে। এসব ব্যয়কৃত অর্থের বড় একটা অংশ লুটপাট হয়েছে। সরকার শিশুশ্রম নিরসনে নেওয়া বিভিন্ন কার্যক্রম সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেছিল।
তবে এর দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। আমরা আশা করব, অন্তর্বর্তীকালীন সরকার এসব অনিয়ম খতিয়ে দেখবে।