<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আর্টিভিজম ফর পিস</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চিত্র প্রদর্শনী গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় নরওয়ে দূতাবাসের সহায়তায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) যৌথভাবে তাদের পার্টনারশিপস ফর এ মোর টলারেন্ট, ইনক্লুসিভ বাংলাদেশ (পিটিআইবি) প্রকল্পের আওতায় একটি সম্প্রীতি ও সৌহার্দ্যের বাংলাদেশ গঠনের উদ্দেশ্যে দেশের ৩০ জন তরুণ শিল্পীকে নিয়ে একটি কর্মশালা শেষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশে ইউএনডিপি কার্যালয় গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কাশফুল ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত দিনব্যাপী চিত্র প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান আল শাফি ও রাশেদা রওনক খান এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ুম এবং প্রজেক্ট ম্যানেজার ফয়সাল বিন মজিদ।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ চিত্রশিল্পী এবং সারা দেশ থেকে সংগৃহীত শিল্পকর্ম থেকে নির্বাচিত ৩৫টি প্রদর্শনী করা হয়। শান্তিপূর্ণ, সহনশীল ও সম্প্রীতির যে সুদীর্ঘ ঐতিহ্য বাংলাদেশের, সেটিকে ধরে রেখে ইতিবাচক পরিবর্তনে মানুষকে অনুপ্রাণিত করাই ছিল এই প্রদর্শনীর মূল লক্ষ্য।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কর্মশালায় অংশগ্রহণকারী ৩০ জন শিল্পীর যৌথ শিল্পকর্ম </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোলাবোরেটিভ পিস ম্যুরাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ছিল প্রদর্শনীর অন্যতম আকর্ষণ। প্রদর্শনীতে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হয়, যাঁরা চিত্রকর্মগুলো দেখে অনুপ্রাণিত হন। প্রতিটি চিত্রকর্মের সঙ্গে থাকা বর্ণনা পড়ে দর্শনার্থীরা একটি অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল বাংলাদেশের প্রত্যাশা জানান এবং এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চিত্র প্রদর্শনীর উদ্বোধনী পর্বে অধ্যাপক শাফি তরুণদের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান। সমাজের ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে অধ্যাপক রাশেদা রওনক তাঁর বক্তব্যে বলেন, সারা দেশে এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অধ্যাপক রাশেদার বক্তব্যের সূত্র ধরে আবদুল কাইয়ুম উল্লেখ করেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তরুণদের সৃষ্টিশীল কর্মের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন ত্বরান্বিত করতে বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রদর্শনীর উদ্যোগ নিয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>