<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিএনপির নাম ভাঙিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ-শরণখোলা এলাকায় চাঁদাবাজি এবং ঘরবাড়ি ও মাছের ঘের দখল চলছে। বাগেরহাট জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনের (শিপন কাজী) বিরুদ্ধে এ অভিযোগ তুলে ধরে চাঁদাবাজি ও দখলবাজি বন্ধে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন ওই এলাকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল শনিবার মানববন্ধনে মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার সহস্রাধিক ভুক্তভোগী অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন শুরু হলে সুযোগসন্ধানী শিপন কাজী লন্ডনে চলে যান। এর আগে তিনি এলাকায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলতেন। তাঁর কারণেই ১৭ বছর বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের দুঃশাসনবিরোধী কোনো আন্দোলন গড়ে ওঠেনি। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বক্তারা বলেন, গত ৫ আগস্টের পর শিপন কাজী লন্ডন থেকে দেশে ফিরে আওয়ামী লীগের দোসর, অর্থ জোগানদাতা ও সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে তাঁদের দলে যোগদান করিয়ে নব্য বিএনপি সাজিয়ে নিজস্ব গ্রুপ গড়ে তুলেছেন। এরপর তাঁদের দিয়ে মৎস্য ঘের দখল, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা চালিয়ে এলাকায় এক ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছেন। নব্য বিএনপির দাপটে প্রকৃত বিএনপি নেতাকর্মীরা হামলার শিকার হয়ে বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভুক্তভোগী ইউসুফ শেখের নাতনি হাসান শেখ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার নানার কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছে, বাড়িঘর দখল করে নিয়েছে। আমরা সবাই এখন বাড়িছাড়া। আমি আমার নানার টাকা ফেরত চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আরেক ভুক্তভোগী তানিয়া ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজী শিপনের চাঁদাবাজি ও দখলের হাত থেকে আমরা সবাই রেহাই পেতে চাই। স্থানীয় বিএনপি নেতা ও প্রশাসনের কাছে গিয়েও কোনো প্রতিকার পাইনি। আমার আত্মীয়-স্বজন অনেকের নামে মামলা দেওয়া হয়েছে। আমরা এলাকাছাড়া। অন্তর্বর্তী সরকারের কাছে আমার পরিবারের নিরাপত্তা ও দখলকৃত ঘের ফেরত চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মুফতি মতিউর রহমান বলেন, বিএনপির ব্যানারে শিপন কাজী ও তাঁর লোকজন এলাকায় চাঁদাবাজি ও লুটপাট করে কোটি কোটি টাকার পাহাড় গড়ে তুলেছেন। ৫ আগস্টের আগে শিপন কাজী আওয়ামী লীগের বি-টিম হিসেবে কাজ করেছেন। তাঁর নেতৃত্বে দুই শতাধিক মাছের ঘের দখল হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমরা এর প্রতিকার চাই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p>