<p>পৃথক তিন হত্যা মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও সাবেক স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল উদ্দিনের তিন দিন করে এবং নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।</p> <p>গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুর থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন চট্টগ্রাম থেকে মোস্তফা কামাল ও হেলালুদ্দীনকে গ্রেপ্তার করা হয়।</p>