<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৩০০ জনের পরিবারকে এক লাখ টাকা করে চেক দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে সংগঠনটি আয়োজিত অনুষ্ঠানে এই চেক দেওয়া হয়। তাদের মধ্যে ১০৯টি এতিম, ১৮৯টি সাধারণ এবং দুটি হিন্দু পরিবার রয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শহীদদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সভাপতির বক্তব্যের পর অনুষ্ঠানে কয়েকজন শহীদের পরিবারের স্বজনদের অনুভূতি শোনা হয়। অনুভূতি প্রকাশকারীদের বেশ কয়েকজন ছিল সদ্য পিতাহারা অপ্রাপ্তবয়স্ক এতিম শিশু। এ সময় মিলনায়তনের পরিবেশ ভারী হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ ও অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ প্রমুখ।</span></span></span></span></span></p>